জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে, পরে অন্যকাজ। তা না হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে।

শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজনীতির সঙ্গে চাঁদাবাজি, দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, আগে যেমন চাঁদাবাজি ছিল, এখনও আছে। এ চাঁদাবাজি কারা করছে, তা বন্ধ করতে হবে।

‘জামায়াত বাংলাদেশের সবচেয়ে মজলুম দল’ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা এখনও নিবন্ধন ফিরে পাইনি। জামায়াত একমাত্র দল যার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। দলকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই দল আল্লাহর আইন চায়। স্বাধীনতার ৫৪ বছরে কোনো অপকর্ম জামায়াতে ইসলামীকে স্পর্শ করেনি। কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি, লুটপাট করেছে। জামায়াতের কারও বিরুদ্ধে সেই অভিযোগ নেই।’

এ সময় জামায়াত আমির বলেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি, শুরু হয়েছে। কারও উস্কানিতে আমরা কারও ক্ষতি করতে দেবো না। পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’ দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান জামায়াতের আমির।

কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহেদুল ইসলাম ও শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ সাকিলের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহহাজান, কেন্দ্রীয় কর্ম পরিষদ অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল, সাবেক জেলা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি হাবিব উল্লাহ, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, অ্যাড.

ফরিদ উদ্দিন ফারুকী ও অ্যাড. শাহজালাল চৌধুরী।

কর্মী সম্মেলন ঘিরে সকাল থেকে সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সকাল ৯টার মধ্যেই হাজারো মানুষে কানায় কানায় পূর্ণ হয় সম্মেলনস্থল।

এবারের কর্মী সম্মেলনে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন। তবে নারীরা কলেজের মাঠের বিপরীতের অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে বসে নেতৃবৃন্দের কথা শোনেন।

বিপুল লোকের সমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম গণহত য জ ম য় ত র আম র র রহম ন ইসল ম

এছাড়াও পড়ুন:

বইমেলায় ঘোরাঘুরি ও প্রিয় লেখকের সঙ্গে দেখা...

এ ক ছুটির দিনে অমর একুশে বইমেলা গিয়েছিলাম মুন্সীগঞ্জ থেকে। তার আগেও গিয়েছিলাম। সেটি ছিলো আমার প্রথম বইমেলা। সেই স্মৃতি এখনও মনে আছে। তখন আমি নার্সারিতে পড়ি। সেবার বইমেলায় ঘুরতে ঘুরতে এক বইয়ের দোকানে প্রথম দেখা হয় চিত্রশিল্পী রফিকুন নবী-এর সাথে। তাঁকে আমি দেখেছি টেলিভিশন ও পত্রিকার পাতায়। সেবারই প্রথম চোখের সামনে দেখলাম। যাই হোক। আমি তাঁর কাছে এগিয়ে গেলাম অটোগ্রাফ নেওয়ার জন্য। অটোগ্রাফ চাইতেই, হাসিমুখে তাঁর আঁকা কার্টুন ও অটোগ্রাফ দেন। তাঁর কাছ থেকে তাঁর ছবি আঁকার শুরু দিকের গল্পটা শুনে আমি ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছি। এখনও ছবি আঁকার চেষ্টা করি। তারপর আবার বইমেলায় ঘুরে বেড়ালাম। হঠাৎ আরেকটি বইয়ের দোকানে দেখা হলো আরেক এক লেখকের সঙ্গে। ও, বলাই তো হয়নি। আমি মেলায় গিয়েছিলাম সেবার বাবা, মা ও মামার সাথে। তো মামা একটা বই কিনে দিলেন। বইয়ের নাম খরগোশটা গিটার বাজায়। লেখকের নাম লুৎফর রহমান রিটন। মনে আছে, সেই লেখকও আমাকে বইতে তাঁর অটোগ্রাফ দিয়েছিলেন। তিনি বলেছেন, আমি বই পড়ে যেন ভালো মানুষ ও সেরা মানুষ হই। এ তো গেলো আগের কথা। এবারের মেলায় পরিচিত অনেকের সঙ্গে দেখা হয় আমাদের। বড়দের সাথে ছোটরাও মেলায় গিয়ে তাদের প্রিয় লেখকদের বই আনন্দ করে কিনতে দেখেছি। বইমেলায় ঘুরতে আমার অনেক ভালো লেগেছে। 

বয়স : ১+২+৪ বছর; প্রথম শ্রেণি, টংগিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন, মুন্সীগঞ্জ

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদল সম্পাদকের বক্তব্যের নিন্দা ঢাবি শাখা শিবিরের
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা বাবুকে নিয়ে ষড়যন্ত্র, ক্ষোভ
  • আমাকে নিয়ে বলিউডে ষড়যন্ত্র হয়েছে: গোবিন্দ
  • স্বামীর গুমের তদন্তে সরকারের স্পষ্ট অবস্থান দেখছেন না, অভিযোগ ইলিয়াস আলীর স্ত্রীর
  • বৈষম্যবিরোধী ছাত্র সংগঠকসহ আটক ২, দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার
  • চাটমোহরে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ
  • ভাসানী বললেন ‘লা-কুম দ্বীনুকুম অলইয়াদ্বীন’
  • কোন ষড়যন্ত্র হতে দেওয়া হবে না, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব : সজল 
  • মাগুরার সেই শিশুটি এখনও অচেতন
  • বইমেলায় ঘোরাঘুরি ও প্রিয় লেখকের সঙ্গে দেখা...