Risingbd:
2025-02-08@13:16:29 GMT

বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’

Published: 8th, February 2025 GMT

বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’

একের পর এক দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ দুই দফা বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

এ প্রসঙ্গে নওশাদ বলেন, “পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেছি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেই, আপাতত সিনেমা হল বন্ধ করা হবে না। আমরা যদি সিনেমা হল বন্ধ করি, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করব।’’

নওশাদ আরো জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটির আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসা আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে।

১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা উদ্বোধন করা হয়। সিনেমার বাজার ভালো না থাকায় হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা শোনা যাচ্ছিল। ভাছিলেন। এমনকি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন এর কর্ণধার।

আসছে ঈদুল ফিতরে মধুমিতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। 

ঢাকার অন্যতম প্রাচীন এই প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটিতে একসঙ্গে ১ হাজার ২২১ জন দর্শক সিনেমা উপভোগ করতে পারেন। 

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মহানগর বিএনপির মিছিল 

বন্দরে আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধ করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী । 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় বন্দর ২৩নং ওয়ার্ডের একরামপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৌরসভা হয়ে কবিলের মোড় দিয়ে ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ রেললাইন হয়ে নবীগঞ্জ বাজার দিয়ে কাইতাখালী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেউলী চৌরাপাড়া এসিআই গেইটের সামনে গিয়ে শেষ হয়।

বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহম্মদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. কাজী নজরুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, হাবিবুর রহমান মাসুদ, সম্রাট হাসান সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ