সরকারি জায়গায় বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ
Published: 8th, February 2025 GMT
সরকারি হাটের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কফিল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই এলাকায় হাটের আরেকটি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন মফিজ উদ্দিন। তিনিও বিএনপির কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী।
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে ঘটনাটি ঘটেছে। প্রকাশ্য দিবালোকে এমন দখল চললেও কেউ কিছুই বলার সাহস পাচ্ছেন না।
অভিযুক্ত কফিল উদ্দিন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
আরো পড়ুন:
ফেসবুকে পোস্ট
বুলডোজার দিয়ে আ.
আ.লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার
চড়ইকোল বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কফিল উদ্দিন দলীয় ক্ষমতা ব্যবহার করে হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে সরকারি হাটের জায়গা দখল করেন। কিছুদিন হলো তিনি সেখানে একটি পাকা ঘর নির্মাণ করছেন। তার দেখাদেখি, একই বাজারে বিএনপি কর্মী মফিজ উদ্দিনও হাটের জায়গা দখল করে আরেকটি ঘর নির্মাণ করছেন।”
আমজাদ হোসেন নামে স্থানীয় বাসিন্দা বলেন, “প্রকাশ্যে সরকারি জায়গায় ঘর নির্মাণ কাজ চলমান থাকলেও অদৃশ্য কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের বিরুদ্ধে।”
সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, “বাজারে আমার বসার মতো কোন জায়গা নেই। তাই বাজারের এই জায়গাটিতে একটি ঘর নির্মাণ করছি। আমি বিএনপির অনেক নির্যাতিত একজন কর্মী। আমি অনেকবার জেল জুলুম সহ্য করেছি। যদি আপনারা নিউজ করেন তাহলে আমার ওই জায়গা ফাঁকা করে দিতে হবে।”
জায়গাটি সরকারিভাবে লিজ নেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান কাফিল উদ্দিন।
অপর অভিযুক্ত মফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে দলের সুনাম ক্ষুণ্ন হয়। কোনো অবস্থাতেই আমরা দখলদারিত্বে বিশ্বাস করি না।”
দৃষ্টি আকর্ষণ করা হলে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “আমি কিছুই জানি না। বর্তমানে আমি দলীয় কোনো পদে নেই। সুতরাং, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আমি কেউ না।”
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, “সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি আপনার কাছে থেকেই শুনলাম। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, অবশ্যই ওই জায়গা দখলমুক্ত করা হবে। প্রয়োজনে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ঘর ন র ম ণ ক ব এনপ র সরক র
এছাড়াও পড়ুন:
সরকারি জায়গায় বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ
সরকারি হাটের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কফিল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই এলাকায় হাটের আরেকটি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন মফিজ উদ্দিন। তিনিও বিএনপির কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী।
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে ঘটনাটি ঘটেছে। প্রকাশ্য দিবালোকে এমন দখল চললেও কেউ কিছুই বলার সাহস পাচ্ছেন না।
অভিযুক্ত কফিল উদ্দিন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
আরো পড়ুন:
ফেসবুকে পোস্ট
বুলডোজার দিয়ে আ.লীগে নেতাদের বাড়ি ভাঙার হুমকি
আ.লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার
চড়ইকোল বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কফিল উদ্দিন দলীয় ক্ষমতা ব্যবহার করে হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে সরকারি হাটের জায়গা দখল করেন। কিছুদিন হলো তিনি সেখানে একটি পাকা ঘর নির্মাণ করছেন। তার দেখাদেখি, একই বাজারে বিএনপি কর্মী মফিজ উদ্দিনও হাটের জায়গা দখল করে আরেকটি ঘর নির্মাণ করছেন।”
আমজাদ হোসেন নামে স্থানীয় বাসিন্দা বলেন, “প্রকাশ্যে সরকারি জায়গায় ঘর নির্মাণ কাজ চলমান থাকলেও অদৃশ্য কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের বিরুদ্ধে।”
সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, “বাজারে আমার বসার মতো কোন জায়গা নেই। তাই বাজারের এই জায়গাটিতে একটি ঘর নির্মাণ করছি। আমি বিএনপির অনেক নির্যাতিত একজন কর্মী। আমি অনেকবার জেল জুলুম সহ্য করেছি। যদি আপনারা নিউজ করেন তাহলে আমার ওই জায়গা ফাঁকা করে দিতে হবে।”
জায়গাটি সরকারিভাবে লিজ নেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান কাফিল উদ্দিন।
অপর অভিযুক্ত মফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে দলের সুনাম ক্ষুণ্ন হয়। কোনো অবস্থাতেই আমরা দখলদারিত্বে বিশ্বাস করি না।”
দৃষ্টি আকর্ষণ করা হলে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম বলেন, “আমি কিছুই জানি না। বর্তমানে আমি দলীয় কোনো পদে নেই। সুতরাং, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আমি কেউ না।”
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, “সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি আপনার কাছে থেকেই শুনলাম। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, অবশ্যই ওই জায়গা দখলমুক্ত করা হবে। প্রয়োজনে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহীন/মাসুদ