গ্রেপ্তারি পরোয়ানা জারি, কঠোর ব্যবস্থার হুশিয়ারি সোনুর
Published: 8th, February 2025 GMT
বলিউড তারকাদের মধ্যে ‘ত্রাণকর্তা’ হিসেবেই পরিচিত সোনু সুদ। দেশের যেকোনো সংকটে আর্থিক অনুদান নিয়ে সবার আগে ঝাপিয়ে পড়তে দেয়া যায় তাকে। সেই সোনু সুদের বিরুদ্ধেই আর্থিক প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের পাঞ্জাবের লুধিয়ানার একটি আদালত। খবরটি সামনে আসতেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ভক্তরা। অবশেষে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মুখ খুললেন সোনু সুদ।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন সোনু সুদ। সেই সঙ্গে মামলাটি তৃতীয় পক্ষের বলে দাবি করে এ বিষয়ে কঠোর ব্যবস্থার নেওয়ারও হুশিয়ারি দিয়েছেন এই অভিনেতা।
সোনু সুদ লিখেছেন, আমি কিছু বিষয় স্পষ্ট করে দিতে চাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে খবর ছড়াচ্ছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। আমি বিষয়টি সহজ করে তুলে ধরতে চাই। মামলাটি আসলে তৃতীয় পক্ষের। আদালত আমাকে তৃতীয় পক্ষের এই মামলায় সাক্ষী হিসাবে তলব করেছিলেন। যার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের আইনজীবীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া ১০ ফেব্রুয়ারি আমরা একটা বিবৃতি দেবো যেটি কিনা এই মামলায় আমার জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করবে।’
এরপর এই অভিনেতা লেখেন, ‘আমরা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নই বা কোনোভাবেই যুক্ত নই। এটা শুধু মিডিয়ার অহেতুক দৃষ্টি আকর্ষণের জন্য। এটা খুবই দুঃখজনক যে আমাদের মত তারকারা ক্রমাগত সফট টার্গেটে পরিণত হন। আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমাদের চোখ-কান খোলা রাখতে হবে: আরিফুল হক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “বাংলাদেশে নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের সবার চোখ-কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, অপরাধী কারো বন্ধু হতে পারে না। অপরাধীদের স্থান এদেশে হবে না।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ মাঠে ‘ইসলামের আলোকে নারী শিক্ষা আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, মামুনুর রশীদ চৌধুরী ব্রিটেনের অনেক বড় ব্যবসায়ী হয়েও মানবতার সেবায় বারবার ছুটে আসেন চুনারুঘাটে। তিনি মূলত নারীদের সুশিক্ষার আলো ছড়াতে নিজের পকেটের অর্থ ও মূল্যবান সময় ব্যয় করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার বিশ্বাস, আজকের এই উইমেন্স কলেজটি একদিন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। এই এলাকায় এতো বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান আসলেই প্রশংসনীয়। এর সমস্ত প্রশংসার দাবি রাখেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ চৌধুরী।”
আরো পড়ুন:
শাহজাদপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০
সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী
জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে ও শিক্ষক এহতেরামুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাহানারা উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা ছায়েম আহমেদ চৌধুরী, প্রভাষক এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী।
ঢাকা/মামুন/মাসুদ