ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় মিডিয়া: প্রেস সচিব
Published: 8th, February 2025 GMT
‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। তারা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে, বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ-অভ্যুত্থান নয়। এটা বড় রকমের চক্রান্ত।’ এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’ শিরোনামের একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন ‘যাঁরা ভাবছেন বিপ্লব জুলাই-আগস্টের ২১ দিন, এটা ভুল। তার আগেও ১৫ বছর ধরে লড়াই হয়েছে। আরও ১৫ বছর সংগ্রাম করতে হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এটা যাতে না হয়।’
সাংবাদিক জি এম রাজীব হোসেনের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূসকে ‘জঙ্গি নেতা’ হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে (বয়ান) চ্যালেঞ্জ করতে। তাঁরা বলছেন, তিন হাজার পুলিশ মারা গেছে, তাঁদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত।
শেখ হাসিনার অলিগার্কেরা মিলিয়ন ডলার খরচ করছে। তারা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে, বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ-অভ্যুত্থান নয়। এটা বড় রকমের চক্রান্ত।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা ও লেখা প্রকাশিত হয়নি। যে আফতাব আহমেদ বাসন্তীর ছবি তুলেছেন, তিনি রহস্যজনকভাবে মারা গেছেন। কেউ তদন্ত করেনি। রক্ষীবাহিনীর হাতে ৩০ হাজার লোক মারা গিয়েছিল। ১৫ বছর ধরে ইতিহাস মুছে নতুন ইতিহাস চাপানোর চেষ্টা হয়েছে। শোষণ করার মূল হাতিয়ার ইতিহাস ভুলিয়ে দেওয়া। যে নিপীড়নকারী, সে নিজেকে নিপীড়নের শিকার বলে জাহির করেছে।
শফিকুল আলম বলেন, ‘আমাদের কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে ১৫ বছরের ভয়াবহতাকে তুলে ধরা। আমরা প্রতিটি ক্যাম্পাসে সেমিনার করব। প্রতিটি দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে, সেটা আমরা লিখে রাখব, যাতে বাংলাদেশে পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে না পারে। এটা আমাদের করতে হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ড ইউন স ১৫ বছর আওয় ম ইউন স
এছাড়াও পড়ুন:
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে যেসব চমক
ফেব্রুয়ারিতে রাতের আকাশ শীতকালীন নক্ষত্রপুঞ্জ পর্যবেক্ষণের সেরা সময়। এ সময় সন্ধ্যার শুরুতে ও মধ্যরাতে দুই রকমের আকাশের পার্থক্য দেখা যায়। আর তাই মাসজুড়ে আকাশে ওরিয়ন নক্ষত্রপুঞ্জ দেখার সুযোগ মিলবে। এ ছাড়া সপ্তাহজুড়ে বাংলাদেশ থেকে রাতের আকাশে বেশ কিছু আলোচিত বিষয় পর্যবেক্ষণ করা যাবে। এ সপ্তাহের আকাশে যা যা দেখা যাবে, সেগুলো দেখে নেওয়া যাক।
৮ ফেব্রুয়ারিবৃহস্পতির চাঁদ ক্যালিস্টো দেখা যাবে সন্ধ্যা সাতটার পরে। বৃহস্পতি গ্রহণের দক্ষিণ থেকে ৩ আর্ক সেকেন্ড দূরত্বে অবস্থান করবে ক্যালিস্টো। আকাশে খুব ছোট কোণ পরিমাপ করতে জ্যোতির্বিদ্যায় একক হিসেবে আর্ক সেকেন্ড ব্যবহৃত হয়।
৯ ফেব্রুয়ারিমঙ্গল গ্রহ চাঁদের দক্ষিণ দিকে খুব কাছাকাছি সন্ধ্যার সময় অবস্থান করবে। এ ছাড়া এই সপ্তাহে আকাশে বেশ কিছু নক্ষত্রপুঞ্জ দেখা যাবে।
১০ ফেব্রুয়ারিসন্ধ্যায় শুক্র গ্রহ বাইনোকুলার দিয়ে ৩০ ভাগ বেশি আলোকিত দেখা যাবে। গ্রহটির আপাত ব্যাস বর্তমানে ৩৬ আর্ক সেকেন্ড। আমাদের চাঁদের মহাকাশের অবস্থানের একক ৩০ আর্ক মিনিট, সেই হিসাবে শুক্র গ্রহের আকার অনেক ছোট হবে।
১২ ফেব্রুয়ারিগৌণ গ্রহ ২৯ অ্যামফিট্রাইটকে সূর্যের ঠিক বিপরীতের আকাশে দেখা যাবে। লিও নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে এই ক্ষুদ্র গ্রহ। গৌণ গ্রহ বা মাইনর প্ল্যানেট তাদের বলা হয়, যেসব পাথুরে বা বরফখণ্ড সূর্যকে প্রদক্ষিণ করছে।
১৩ ফেব্রুয়ারিরেগুলাস নামের তারকা চাঁদের দক্ষিণ প্রান্তে দেখা যাবে।
১৪ ফেব্রুয়ারিচাঁদের জেনো খাদে আলোছায়ার একঝলক দেখা যাবে।
সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন