পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি দল নিয়ে নতুন জটিলতা
Published: 8th, February 2025 GMT
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকেরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন, ওয়াসিম আকরামের মতে সেটি ‘অপ্রত্যাশিত দল’। আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে ‘রাজনৈতিক বাছাই’। এসব সমালোচনার জেরে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
তবে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, সেরা দলই তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির দলে বদল আনা নিয়ে কোনো আলোচনা হয়নি। বোর্ডপ্রধান ও অধিনায়কের মন্তব্য দুটি এসেছে এমন সময়ে, যখন চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলে চূড়ান্ত পরিবর্তন আনার সময় এক সপ্তাহও নেই।
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড নিয়ে যে সমালোচনা, তার কেন্দ্রে খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। দুজনের কেউই ২০২৩ সালের পর পাকিস্তানের হয়ে খেলেননি। খুশদিল তো ২০২২ সালের পর ওয়ানডেতেই ডাক পাননি। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণার আগে খুশদিল ও আশরাফ বাংলাদেশে বিপিএলে খেলছিলেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জীবনের ভয় আমরা করি না : চমক
মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সোচ্চার ছিলেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
চমক লিখেছেন, “কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।
স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’’
তিনি আরো লেখেন, “মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন, নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন, আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত l ধন্যবাদ।”
রাহাত//