সবুজ বাংলাদেশ- এর উদ্যোগে শুক্রবার জলবায়ু পরিবর্তন ও যুব সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা। 

প্রশিক্ষণটি রাজধানীর নয়াপল্টনের রাসবো চায়না টাওয়ারে অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন তরুণ অংশ নেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবেশবিদ, জলবায়ু কর্মী এবং বিশেষজ্ঞরা, যারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন, গাছ রোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করেন। তরুণদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে তারা কীভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারে এবং নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে, তা শিখতে পারেন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন মাহি লাইফ গ্লোবাল মালেশিয়ার প্রধান নির্বাহী পরিচালক আবু সায়েম মাছুম, হাসিবুল হোসেন, আকাঙ্খিত গ্রহবিজ্ঞানী দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজু, সবুজ বাংলাদেশের জলবায়ু টিমের ইয়ুথ রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল কাফি প্রমুখ। 

মূখ্য প্রশিক্ষক আবু সায়েম মাছুম বলেন, জলবায়ু পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা পারে বিশ্ব জলবায়ুর সমস্যাগুলো তুলে ধরতে এবং সমাধানের পথ বের করতে।

সবুজ বাংলাদেশ- এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু এই প্রশিক্ষণের মূল উদ্যোক্তা। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হলে সবাইকে একত্রিত হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব শ জলব য়

এছাড়াও পড়ুন:

ছাত্র-জনতা জীবন দিয়ে আপনাদের সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কে দেবে: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘খুনি শেখ হাসিনা দেশে ছেড়ে পালিয়েছে। বাংলাদেশে যে দুই–তিনটি জেলায় রণক্ষেত্র হয়েছিল, যে দুই–তিনটি জেলার ছাত্র–জনতা বুক পেতে দিয়ে, রক্ত দিয়ে, সবার সামনে থেকে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে একটি জেলা হলো গাজীপুর। এই অভ্যুত্থানে যারা সহযোদ্ধা, তারা তখনো জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো জীবন দিতে প্রস্তুত আছে। কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা এই গাজীপুরে যদি আবার উৎপাত করতে চায়, এই ছাত্র–জনতা তাদের আর ছাড় দেবে না।’

ছাত্র–জনতার ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সারজিস আলম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওই বিক্ষোভে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুনগাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে লোক ডেকে মারধরে আহত ১৫১৬ ঘণ্টা আগে

সারজিস আলম বলেন, ‘কালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে। আমাদের সহযোদ্ধাদের তারা জীবননাশের হুমকি দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যে ছাত্র–জনতা জীবন দিয়ে আপনাদের ওই সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কে দেবে? যে পুলিশ প্রশাসন নতুন করে ওই চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন কেন বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর রাজপথে আসে।’

আরও পড়ুনগাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত-সারজিসের নেতৃত্বে সড়ক অবরোধ১ ঘণ্টা আগে

দুই ঘণ্টা ধরে যোগাযোগ করেও পুলিশকে মাঠে নিতে পারেননি উল্লেখ করে সারজিস বলেন, ‘এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে, তারা শুধু ৯টা–৫টা অফিস করবে, তাহলে তাদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র–জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট মন্ত্রণালয়, এই পুলিশ...যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সঙ্গে জড়িত ওই খুনিদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেপ্তার গ্রেপ্তার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেপ্তার করে, দুই দিন পর আদালতে বিচারক নামের কিছু অকালকুষ্মাণ্ড, যারা ওই খুনি হাসিনার দোসর, তারা আবার তাদের জামিন দিয়ে দেয়।’

আরও পড়ুনগাজীপুরে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৯ ঘণ্টা আগে

সারজিস বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যেসব সন্ত্রাসী জড়িত ছিল, তাদের আজকের মধ্যে গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা আজকের মধ্যে গ্রেপ্তার এবং সার্বিক ব্যবস্থাসংক্রান্ত সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবে। আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই। আমরা এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান হবে রাজপথ।’

আরও পড়ুনগাজীপুরে মোজাম্মেলের বাড়িতে আহতদের দেখতে হাসপাতালে হাসনাত ও সারজিস৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ