তাবিথের অনুরোধেও অনুশীলনে ফেরেননি সাবিনারা
Published: 8th, February 2025 GMT
কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বর্জন করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। অনুশীলনে ফেরাতে ফুটবলারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। মেয়েদের অনুশীলনে যোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। তারপরও শনিবার অনুশীলনে যোগ দেননি সাবিনা খাতুন, ঋতু মনি, কৃষ্ণারা।
বাফুফে সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাফুফে সভাপতির হাতে যায় বিশেষ তদন্ত প্রতিবেদন। এরপর নারী ফুটবলারদের সঙ্গে ওই দিন রাতে বাফুফে ভবনে সাক্ষাৎ করেন তাবিথ আওয়াল। তিনি একে একে মেয়েদের কথা শোনেন। সেখানে সিনিয়র নারী ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুরোধ করেন তিনি এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মেয়েরা অনুশীলনে না ফেরার বিষয়টি নিয়ে সমকালকে তাবিথ বলেন, ‘তাদের অনুশীলনে না ফেরাটা দুঃখজনক। তাদের অভিযোগের বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা চলছে। আজই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ব থ আওয় ল ফ টবল
এছাড়াও পড়ুন:
শামুক সংগ্রহে গিয়ে নদীতে ২ জনের মৃত্যু
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক সংগ্রহে গিয়ে পানিতে ডুবে পিয়াসী চাকমা (১৪) ও রিয়া চাকমা (২৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া পিয়াসী চাকমা নলছড়া গ্রামের বিদেশসে চাকমার মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রিয়া চাকমা একই গ্রামের রূপায়ন চাকমার মেয়ে।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে ভাইবোনছড়া বাজারের কাছে চেঙ্গী নদীর বৈরাগীর মোর নামক স্থানে কয়েকজন শামুক সংগ্রহে যায়। এসময় রিয়া চাকমা নদীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে তাকে উদ্ধারে পিয়াসী চাকমা নদীতে ঝাপ দেয়। পরে দুইজনই নদীতে তলিয়ে যায়। একঘণ্টা পর তাদের লাশ উদ্ধার হয়।
ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাতু মনি চাকমা পিয়াসী চাকমাকে নিজ স্কুলের ছাত্রী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি মর্মান্তিক। দুইজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।”
ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজন চাকমা বলেন, “বৈসাবি উৎসবের সময় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”
ঢাকা/রূপায়ন/মাসুদ