কুমার নদে নিখোঁজের ৩ দিন পর একসঙ্গে দুই ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার
Published: 8th, February 2025 GMT
মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর কুমার নদ থেকে ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের থানতলি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওই শিশুরা হলো বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। ওই শিশুরা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এর আগে গত বুধবার দুপুরে শহরের তরমুগরিয়া হাইক্কারমার ঘাট এলাকায় কুমার নদে গোসলে নেমে এই দুই ভাইবোন নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত বুধবার মাদ্রাসা থেকে পাশের কুমার নদে গোসল করতে যায় কুলসুম ও মিরাজ। বেলা একটার দিকে তারা গোসলে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের সন্ধানে নদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে দুই ভাইবোনের মরদেহ ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে থানতুলি এলাকায় ভেসে উঠে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগমের তিন মেয়ে ও এক ছেলে। একসঙ্গে দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় পরিবারটিতে মাতম চলছে। শিশুদের বাবা লিটন আহাজারি করে বলেন, ‘আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমি কীভাবে এই মৃত্যু মেনে নিব!’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবার যদি চায়, তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। না হলে লাশগুলো পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
তবে কি মহওয়াশের প্রেমে মজেছেন চাহাল
ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের হৃদয় ভেঙেছেন ধনশ্রী ভার্মা। স্ত্রী বিচ্ছেদ চেয়েছেন। যে কারণে বিচ্ছেদের আবেদন করেছেন তারা। আলাদাও থাকছেন। তবে কাগজে-কলমে এখনো ছাড়াছাড়ির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর মধ্যেই খবর নতুন প্রেমে মজেছেন চাহাল।
পাঞ্জাব সুপার কিংসের তারকা আরজে মহওয়াশের সঙ্গে প্রেম করছেন বলে খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। যদিও দুই পক্ষের কেউ বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি। তবে আইপিএলে চাহালের জন্য মহওয়াশের গলা ফাঁটাতে আসা এবং সামাজিক মাধ্যমে ওই ছবি পোস্ট করা নতুন করে গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করার কিছুদিন পরেই খবর আসে রেডিও আরজে মহওয়াশের সঙ্গে ডেটিং করছেন ডানহাতি ভারতীয় স্পিনার। তাদের একসঙ্গে ক্রিসমাস উদযাপনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছাড়া ফেলে।
তবে বেশি আলোচনার জন্ম দেয় দুবাইতে তাদের একসঙ্গে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উপভোগ করার একটি ছবি। দুবাইয়ের স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল পাশাপাশি বসে দেখেন চাহাল ও মহওয়াশ। লাইভ টিভিতে বারবার ক্যামেরা তাদের ওপর নজরও রাখছিল।
সামাজিক মাধ্যমে ওই সময় কিছু ছবি প্রকাশ পায়। যাতে দাবি করা হয়, ভারতের ফাইনাল দেখার সময় ভিআইপি গ্যালারির দর্শকের মাঝে বসেই একে অপরের ঠোঁটের উষ্ণতা উপভোগ করেছেন তারা। এবার আবার আইপিএলের গ্যালারিতে এসে মহওয়ামের পোস্ট করা ছবি জানান দিচ্ছে গভীর প্রেমে মজেছেন তারা।