কুমার নদে নিখোঁজের ৩ দিন পর একসঙ্গে দুই ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার
Published: 8th, February 2025 GMT
মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর কুমার নদ থেকে ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের থানতলি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওই শিশুরা হলো বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। ওই শিশুরা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এর আগে গত বুধবার দুপুরে শহরের তরমুগরিয়া হাইক্কারমার ঘাট এলাকায় কুমার নদে গোসলে নেমে এই দুই ভাইবোন নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত বুধবার মাদ্রাসা থেকে পাশের কুমার নদে গোসল করতে যায় কুলসুম ও মিরাজ। বেলা একটার দিকে তারা গোসলে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের সন্ধানে নদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে দুই ভাইবোনের মরদেহ ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে থানতুলি এলাকায় ভেসে উঠে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগমের তিন মেয়ে ও এক ছেলে। একসঙ্গে দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় পরিবারটিতে মাতম চলছে। শিশুদের বাবা লিটন আহাজারি করে বলেন, ‘আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমি কীভাবে এই মৃত্যু মেনে নিব!’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবার যদি চায়, তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। না হলে লাশগুলো পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ পলাকে নিয়ে উচ্ছ্বসিত বিল গেটস
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস নতুন বান্ধবী পওলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে মন্তব্য করেছেন। নতুন এই আলোচিত জুটি ‘মজার’ সময় পার করছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস এ কথা বলেন।
নতুন বান্ধবীর বিষয়ে বিল গেটস বলেন, ‘পলা হার্ডের মতো একজন একান্ত বান্ধবী পাওয়ায় আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমরা বেশ মজার সময় পার করছি, অলিম্পিকে গেলাম, অনেক ভালো ভালো জিনিস হচ্ছে।’
২০২১ সালে মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিল গেটসের বিবাহবিচ্ছেদ হয়। ২৭ বছরের দাম্পত্য জীবনে তাঁদের তিন সন্তান রয়েছে। মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদকে সম্প্রতি ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে মন্তব্য করেছেন বিল গেটস। গত মাসের শেষের দিকে লন্ডনের দ্য টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন, ‘এ ভুলের জন্য আমি সবচেয়ে বেশি অনুতপ্ত।’ তবে বর্তমানে নিজেকে ‘উৎফুল্ল’ বলে মন্তব্য করছেন তিনি।
বিচ্ছেদের পরের বছর ২০২২ সাল থেকে বিল গেটস ও পলা হার্ড একসঙ্গে নানা অনুষ্ঠানে হাজির হতে থাকেন। তবে ২০২৩ সাল পর্যন্ত তাঁরা নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি। ২০২৪ সালে তাঁদের একসঙ্গে অলিম্পিকে দেখা যায়।
আরও পড়ুনমেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল ভুল: বিল গেটস২৮ জানুয়ারি ২০২৫হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পলা হার্ড যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ওরাকলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শেষে ২০১৯ সালে ৬২ বছর বয়সে মার্ক হার্ড মারা যান। এই দম্পতির ক্যাথরিন ও কেলি নামে দুই সন্তান রয়েছে।
দানবীর হিসেবে পলার সুখ্যাতি রয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তিনি বিপুল দান করেছেন। দুই দশক ধরে তিনি এসব দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করছেন।
গতকাল বিল গেটসের আত্মজীবনীমূলক বই ‘সোর্স কোড: মাই বিগিনিংস’ প্রকাশিত হয়েছে। এই বইয়ে তিনি পলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতার বইটির পাণ্ডুলিপি যারা শুরুর দিকে পড়েছেন, পলা তাঁদের অন্যতম।
আরও পড়ুনবিল গেটস প্রেম করছেন, কে সেই প্রেমিকা০৯ ফেব্রুয়ারি ২০২৩বিল গেটস ও মেলিন্ডা