ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চালালে ভিডিও দেখে ২১ ফেব্রুয়ারি থেকে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীর কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাসিব হাসান খান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলা করার জন্য আমরা পুলিশকে বলব। মামলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হবে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু ভিডিও ক্যামেরাগুলো আমাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে, আর এখানে সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকা সম্ভব নয়। সে জন্য আমরা একটা কেব্‌লের মাধ্যমে পুলিশের দপ্তরে সংযোগ দেব, যাতে তারা সেখানে বসেই তদারকি করতে পারে।’

আজ শনিবার রাজধানীর কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ করলেন ট্রাম্প

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায় দেশটির প্রশাসন। খবর সিএনএনের।

মার্কিন উৎপাদনকারীদের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রসাশন। তবে এ সিদ্ধান্তের ফলে আমেরিকানদের জন্য বিস্তৃত পরিসরে ভোক্তা ও শিল্পজাত পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ