আবদুল আজিজ ও জসীম উদ্দিন নষ্ট হয়ে যাওয়া আসবাব, কাঠের জিনিস বাসাবাড়ি থেকে সংগ্রহ করেন। পরে সেগুলো টুকরা করে লাকড়ি বানিয়ে বিক্রি করেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের দেখা গেল ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে।

সেখানে উপড়ে ফেলা একটি কাঁঠালগাছ কুঠার দিয়ে কাটছিলেন দুজন। কী করবেন জানতে চাইলে আবদুল আজিজ বললেন, ‘গাছটি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে যাবেন। পরে সেগুলো লাকড়ি বানিয়ে বিক্রি করবেন।’

গাছের টুকরা নিয়ে যাওয়ার জন্য একটি ঠেলাগাড়ি এনেছেন আবদুল আজিজ।

কেউ হাতুড়িপেটা করে আংশিক বের হয়ে থাকা রড পুরোটা বের করার চেষ্টা করছেন। আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে বালুবাহী বাল্কহেড জব্দ, সুকানী ও গ্রীজার গ্রেপ্তার

বন্দরে রাতের বেলা বেপরোয়া গতিতে বালুবাহী বাল্কহেড চালানোর অপরাধে এমবি তানজিল নামের একটি বালু বোঝাই বাল্কহেড জব্দ ও বাল্কহেডের সুকানী ও গ্রীজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদী  থেকে বাল্কহেড জব্দ ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো সুদূর শরীয়তপুরের গোসাইর হাট থানার মাছুয়াখালী মাতবর বাড়ি গ্রামের আবদুর রশিদ মাতবরের ছেলে ও বাল্কহেডের সুকানী মোঃ দুলাল হোসেন(৪২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার গজারিয়া পাড়া গ্রামের মৃত শাহ আলম মাতবরের ছেলে বাল্কহেডের গ্রীজার জয়নাল আবেদীন মাতবর(৪৬)। বুধবার (১২ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। 

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই  মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা মঙ্গলবার রাতে বালু বোঝাই একটি বাল্কহেড নিয়ে বেপরোয়া গতিতে মেঘনা ব্রীজের দিকে যাচ্ছিল। পুলিশের একটি টহল দল স্পীড বোট নিয়ে ধাওয়া করে তাদের আটক করে। 
 

সম্পর্কিত নিবন্ধ