চীনে নবম এশিয়ান শীতকালীন গেমস উদ্বোধন করলেন প্রেসিডেন্ট শি জিনপিং
Published: 8th, February 2025 GMT
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহরে নবম এশিয়ান শীতকালীন গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হারবিন ইন্টারন্যাশনাল কনফারেন্স, এক্সিবিশন অ্যান্ড স্পোর্টস সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বোলকিয়াহ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা, দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ উন-শিক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সহ-সভাপতি টিমোথি ফক সান-তিং।
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করল চীন
তাইওয়ানের তারকা অভিনেত্রী বার্বি মারা গেছেন
‘শীতের স্বপ্ন: এশিয়ার মধ্যে ভালোবাসা’ প্রতিপাদ্যে আয়োজিত এই গেমস ৭-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি ১৯৯৬ সালের পর হারবিনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিকের পর চীনে আয়োজিত প্রথম বড় আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়া ইভেন্ট।
এবারের আসরে ৩৪টি দেশ ও অঞ্চলের ১,২৭৫ প্রতিযোগী অংশ নিচ্ছেন। তারা ১১টি শীতকালীন ক্রীড়া বিভাগের অধীনে ৬৪টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা এশিয়ান শীতকালীন গেমসের ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে রেকর্ড গড়তে চলেছে।
তথ্যসূত্র: সিসিটিভি, সিএমজি, সিজিটিএন
ঢাকা/হাসান/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
পবিত্র হজ ফ্লাইট শুরু আগামী ২৯ এপ্রিল। ওই দিন ৪১৯ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
আগামী ৩১ মে পর্যন্ত এ বছর ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজব্রত পালনে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ ও বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
আগামী ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হবে। এখন সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্মকর্তারা জানান, প্রথম ফ্লাইট রাত সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সঠিকভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর সরকারি ১১২ ও বেসরকারি গাইড থাকবেন ১ হাজার ৭৪৩ জন। ৭০ মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহযোগিতায় রাখা হয়েছে।
আশকোনা হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন জানান, ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। আগের দিন আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হবে। এখন হজ ক্যাম্পে শেষ মূহূর্তের কাজ চলছে।
বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক বজলুল হক বিশ্বাস সমকালকে জানান, হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্স প্রস্তুত। ৩১ মে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে। ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১১৮, সাউদিয়া ৮০ ও নাস এয়ারলাইন্সের ৩৪ ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব যাবেন। বিমান ১০৯, সাউদিয়া ৭৯ ও নাস ৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও সাফিকুর রহমান সমকালকে বলেন, ‘অত্যাধুনিক উড়োজাহাজের মাধ্যমে বিমান হজ ফ্লাইট পরিচালনা করবে। নিজস্ব জনবল থেকে শুরু করে সব কিছু প্রস্তুত করা হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেট ওসমানী বিমানবন্দর থেকেও ফ্লাইট পরিচালনা করা হবে।’