ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
Published: 8th, February 2025 GMT
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হলেও আজ শনিবার বিষয়টি জানাজানি হয়।
শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.
দাপ্তরিক আদেশে বলা হয়, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সুপারিশ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ অনুযায়ী বিভিন্ন আইনি পর্যায় চলমান থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে গত ৩০ অক্টোবর অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকাস্থ ‘ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর আশকোনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন মাস্টার।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত তিন সদস্য বীর মুক্তিযুদ্ধা সুবেদার আব্দুল মতিন (কসবা), আবু কাউছার (কসবা) ও আব্দূস সামাদ (নবীনগর) এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। ইফতার মাহফিল পরিচালনা করেন বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনিসুর রহমান নূর সালেহী।
সোসাইটির সভাপতি মো. জসিম উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক- মো. সোহরাবুর রহমান বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি একটি সামাজিক সংগঠন। দক্ষিণখান ও বিমানবন্দর, এই দুই থানায় ব্রাহ্মণবাড়িয়ার যারা বসবাস করেন, তাদের নিয়েই এই সংগঠনের জন্ম। এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতে সংগঠনের যেসব সদস্য নিম্ন আয়ের, দরিদ্র-তাদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সামনেই ঈদ, ঈদকে ঘিরে সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী ও দেওয়ার চেষ্টা চলছে। সবমিলিয়ে এই সংগঠনের ছায়াতলে থেকে একে অপরের বিপদে পাশে থাকার চেষ্টা করি। ইফতার মাহফিল সেই আয়োজনেরই অংশ। তিনি জানান, একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও টাওয়ার তৈরি করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শাহাব উদ্দিন (সাগর), আব্দুস সালাম ডিলার, জাকিয়া সুলতানা পান্না, শাহে আলম, শাহাদৎ হোসেন মৃধা, কাজী ইকবাল হোসেন, আয়োজক সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট শামীম আল মামুন শামীম, সাদেক হোসেন ভুইয়া রিপন ও মনতাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শামীম চৌধুরী, সহ সভাপতি আশরাফুল ইসলাম শরীফ, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান বাবু, ফোরকানুর রহমান রণি, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, মোমিনুর রহমান আগুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আজিম উদ্দিন প্রমুখ।