তামিমের কাছে গত আসরের শিরোপাটাই বেশি তৃপ্তির
Published: 8th, February 2025 GMT
শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) বিপিএল ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই ক্রিকেটপ্রেমীদের একটাই কৌতুহলী প্রশ্ন। তামিম ইকবাল কী নিজের নাম লেখাতে পারবেন মাশরাফি বিন মুর্তজা এবং ইমরুল কায়েসের পাশে? সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিমও উঠে গেলেন ম্যাশ-কায়েসদের এলিট ক্লাবে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর এখন ফরচুন বরিশালও যে টানা দুই বিপিএলে সেরা। তবে বরিশাল অধিনায়ক তামিমের কাছে নাকি হিসেবে দ্বিতীয় গত মৌসুমের প্রথম শিরোপাটাই বিশেষ।
বিপিএলের ২০২৪ সালের আসরে প্রথমবারের মত বরিশালে নাম লেখান তামিম। সাথে ছিলেন জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই তিনজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াও মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাইজুল ইসলামের মত জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার খেলেছিলেন বরিশালে।
আরো পড়ুন:
মিরাজ ম্যান অব দ্য বিপিএল, কে জিতলেন কোন পুরস্কার
বিপিএলের রোল অব অনার
তবে দলটিতে ডেভিড মিলার ছাড়া বড় নামের বিদেশী কেউ ছিলেন না। কিলার খ্যাত মিলারও খেলেছিলেন শেষ কয়েকটা ম্যাচ। তবে কাইল মায়ার্স ছিলেন আসরের শুরু থেকেই। অন্যদিকে জেমস ফুলার এবং ওবেড ম্যাকয়ের মত কার্যকরী বিদেশীরা যোগ দিয়েছিলেন শেষের দিকে।
এতকিছুর পরও কুড়ি ওভারের সংস্করণের উপযোগী দেশি ক্রিকেটার বেশি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং রংপুর রাইডার্সের। অন্যদিকে এই দুই দলের বিদেশি কোটায় খেলেছিল আইপিএল-বিগ ব্যাশ কাঁপানো সব ক্রিকেটাররা। সে তুলনায় খানিকটা পিছিয়েই ছিল বরিশাল। তবে দলটির ম্যানেজম্যান্ট থেকে ক্রিকেটার, সবাই ছিলেন এক সুতোয় গাঁথা। অন্যদিকে তামিমের নেতৃত্বগুণে ফেভারিট কুমিল্লাকে হারিয়ে বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বরিশাল।
২০২৪ এর বিপিএলের বরিশাল প্রথম চার ম্যাচে মাত্র একটি জিতে শুরুতেই চাপে পড়েছিল। পরে লিগ পর্বের শেষ পাঁচ ম্যাচে চারটি জিতে তৃতীয় হয়ে প্লে-অফের টিকেট নিশ্চিত করে তারা। দ্বিতীয় শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে সে কথায় উঠে এসেছে তামিমের কন্ঠে, “আমার কাছে মনে হয়, গতবারের যাত্রাটা ছিল এপিক! সেটি আমার হৃদয়ের খুব খুব কাছের। কিছু দিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেবার অর্ধেক টুর্নামেন্ট থেকেই আমরা বাদ পড়ার এক ম্যাচ দূরে ছিলাম। সেখান থেকে জিততে জিততে সেমি-ফাইনালে (প্লে-অফে) এসে পুরোপুরি ভিন্ন দল হয়ে যাওয়া। ব্যাটিং ও বোলিংয়ে মেয়ার্সের অবদান অসাধারণ ছিল। এমনকি আজকেও। তো ওই ট্রফিটা জেতা.
পরিসংখ্যান বলছে গতবছরের সঙ্গে বরিশালের এবারের পারফরম্যান্সেরও বিস্তর ব্যবধান। এই ব্যাপারটাও যোগ করেলেন তামিম, “এই বছর আমরা আসরজুড়ে দাপট দেখিয়েছি। রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচ ও চিটাগং কিংসের বিপক্ষে এক ম্যাচ শুধু (হেরেছে)... এর বাইরে পুরো টুর্নামেন্ট আধিপত্য দেখিয়েছি। আমাদের যখন ১৭০-১৮০ রানের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, খুব ভালো রেসপন্স করেছি। আজকেও, খুলনার সঙ্গেও। এটিও বিশেষ অনুভূতির। তবে দুটির মধ্যে বেছে নিতে বললে আমি সবসময় প্রথমটি নেবো।”
দুবারই শিরোপা জয়েই দারুণ অবদান রেখেছেন তামিম। গত আসরের সর্বোচ্চ ৪৯২ রান ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের। এবারের ফাইনালে দুইশ ছুঁই-ছুঁই রান তাড়া করতে নেমে চিটাগংয়ের পেসার বিনোরা ফার্নান্দোকে যেভাবে চার্জ করে খেললেন তাতেই ম্যাচের মোমেন্টাম বদলে গিয়েছে। বিনোরা এবারের আসরের সবচেয়ে কৃপণ বোলার ছিলেন। অন্যদিকে তামিম ২০২৫ আসরে করেছেন ৪১৩ রান।
“আমার কথা... আমার মনে হয়, অন্যটি (২০২৪ সালের) ভালো ছিল। বিশেষ করে এই কারণে যে... যা কিছু ঘটেছিল, এরপর যেভাবে ফিরে এসেছি, আমি রান করেছি। প্রায় সব পুরস্কার মনে হয় পেয়েছিলাম। সেটি বিশেষ ছিল। তবে আজকের ইনিংস... এই ধরনের ইনিংস আমাকে বিশ্বাসটা দেয় আমার মধ্যে এখনও (ভালো করার সামর্থ্য) আছে।”
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ত ম ম ইকব ল ব প এল আসর র
এছাড়াও পড়ুন:
তানজিম কেন প্রথমবার দলে, ইবাদত কেন নেই
শের-ই-বাংলায় ক্রিকেটারদের আনাগোনা নেই বললেই চলে। প্রায় দুই ঘণ্টা জুড়ে মিরপুরে ইনডোরে ঘাম ঝরিয়ে ফিরছিলেন পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া এই পেসারের প্রতি গণমাধ্যমের আগ্রহ একটু বেশি থাকার কথা।
তাই হলো। সব ক্যামেরা ছুটে যায় তানজিমের দিকে। কিন্তু যেন মুখে কুলুপ এঁটেছিলেন এই পেসার। প্রতিক্রিয়া জানতে চাইলেও ক্লান্ত বলে এড়িয়ে গেলেন। অবশ্য ক্লান্তি ঘিরে ধরাররই কথা। এই গরমে টানা দুই ঘণ্টা ব্যাটিং-বোলিং চাট্টিখানি কথা নয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তানজিমকে নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল সবুজের জার্সিতে সাদা বলে ২৮ ম্যাচ খেলা তানজিম কেন টেস্টের জন্য উপযোগী সেটা ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আরো পড়ুন:
পুঁজিবাজারে বিনিয়োগের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক
‘চূড়ান্ত হয়নি ১০৪৮৭ হজযাত্রীর বাড়ি ভাড়া, এজেন্সির অবহেলা বরদাস্ত করা হবে না’
লিপু বলেন, “তানজিম সাকিবকে আমাদের পেস বোলিং ইউনিটে দেখতে পাবেন। তিনি ইতিপূর্বে সাদা বলের ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছেন এবং ভালো করার জেদ তার মধ্যে আছে। তার পেস আছে তার উইকেট নেওয়ারও সক্ষমতাও আছে এই ইউনিটে। সেকারণে তিনি জায়গা করে নিয়েছে।”
এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তানজিম। উইকেট নিয়েছেন ২৫টি। তবে সাদা বলে আগ্রাসী মনোভাবের কারণে তানজিম প্রতিপক্ষের জন্য বড় এক হুমকি।
দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে ফেরা ইবাদত হোসেন খেলছেন পুরোদমে। কিন্তু ইবাদতকে না রেখে তানজিমকে কেন অভিষেক করানো হচ্ছে এই নিয়ে উঠছে প্রশ্ন। সেই ব্যাখাও দিয়েছেন প্রধান নির্বাচক।
“আমরা দুর্ভাগ্যবশত এবাদতকে এখনো পর্যবেক্ষণ করছি এবং ফিটনেস ট্রেনার নাথান কেলি (ফিটনেস কোচ) চলে আসলে এবং বায়েজিদের (ফিজিও) কম্বিনেশন মিলে বুঝতে পারব সে কি অবস্থায় আছে।”
দ্বিতীয় টেস্টে সুযোগ আছে বলেও ইঙ্গিত দিয়েছেন লিপু, “সামনে আমাদের অনেক খেলা আছে, আমাদের নিউজিল্যান্ডে সঙ্গে খেলা আছে, সুতরাং যারা এখানে প্রথম টেস্টে সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই, দ্বিতীয় টেস্ট আছে, আরও খেলা আছে।”
ঢাকা/রিয়াদ/নাভিদ