মৃত্যুর পর ‘ছুটির ঘণ্টা’ নির্মাতার একুশে পদক নিয়ে অনেক কথা মেয়ের
Published: 8th, February 2025 GMT
দুই বছর আগে কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘ছুটির ঘণ্টা’ ছবির নির্মাতা আজিজুর রহমান। এরপর দেশে এনে তাঁর মরদেহ জন্মস্থান বগুড়ার সান্তাহারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই সময়েই পরিবারের সদস্যরা আজিজুর রহমানের জাতীয় পর্যায়ে স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন। এবারের একুশে পদকে আজিজুর রহমানের নাম প্রকাশ করায় পরিবার সন্তোষ প্রকাশ করেছে। বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন আজিজুর রহমানের মেয়ে আলিয়া রহমান বিন্দি।
স্ত্রী শামীম রহমানের সঙ্গে পরিচালক আজিজুর রহমান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আজ জ র রহম ন রহম ন র
এছাড়াও পড়ুন:
হেনা আর নাজিমের প্রেম, জটিলতার গল্প
বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনী অভিনীত নতুন নাটকে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন।
জানা গেছে, কামরুল ইসলামের সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে, এখন রয়েছে সম্পাদনার টেবিলে। এ নাটকে উঠে এসেছে মফস্সল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ ও প্রেমের গল্প।
‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক কমেডি।
‘বউয়ের বিয়ে’ নাটকে তটিনী ও ইয়াশ। নির্মাতার সৌজন্যে