ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার হুডি ও মুখে মাস্ক পরা দুজন জড়িত: পুলিশ
Published: 8th, February 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যার ঘটনায় হুডি ও মুখে মাস্ক পরা দুজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারে অভিযান চলছে।
আজ শনিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি। গতকাল শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় মামুনকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় কালো হুডি পরা দুজন মামুন হোসাইনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। ঘটনার পর হুডি পরা সেই দুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আরও পড়ুনফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি’ করে হত্যা০৭ ফেব্রুয়ারি ২০২৫মামুন হত্যার ঘটনায় নিহত মামুনের পরিবার এখনো মামলা করেনি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, হুডি ও মুখে মাস্ক পরা দুই যুবকই মামুন হত্যার সঙ্গে জড়িত। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, হত্যার সঙ্গে জড়িত হুডি পরা দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শিগগিরই ঘাতকদের গ্রেপ্তার করা সম্ভব হবে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘাতকদের গ্রেপ্তার করা সম্ভব হলেই হত্যার প্রকৃত কারণ ও এটার সঙ্গে কারা কারা জড়িত, তা বেরিয়ে আসবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
শোক সমবেদনা জানাতে দাদা সেলিমের বাসায় মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ জেলা প্রজম্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম (ওরফে দাদা সেলিমের ) মায়ের মৃত্যুর শোক সমবেদনা জানাতে গতকাল দুপুরে শহরের নাগবাড়ী এলাকায় যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ।
দাদা সেলিমের মায়ের আত্মার মাগফেরাত ও নাজাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ বাঙালী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসেন, সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক সহ অন্যন্য জামায়াতে নেতৃবৃন্দ।