শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 8th, February 2025 GMT
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। যারা ছাত্রদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।”
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মোজাম্মেল হকের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা/মাকসুদ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে মসজিদ কমিটির সহ-সেক্রেটারিকে কুপিয়ে যখম
সোনারগাঁয়ে মোফাজ্জল হোসেন (৪৮) নামের একজন মসজিদ কমিটিকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষের লোকজন। মারাক্তক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানাযায়, উপজেলার সাদিপুর ইউনিয়ন চোত্রাপাশা কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি ১৫ বছর পর পরিবর্তন করার ক্ষোপে নতুন কমিটির সহ-সেক্রেটারি মোফাজ্জলের উপর হামলা করেছেন ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর আজমাঈল খন্দকারের নেতৃত্বে পূর্বে পরিকল্পিত ভাবে ছাত্রলীগ নেতা শফিকুল খন্দকার, সাদিকুর খন্দকারসহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সজ্জা সজ্জিত হয়ে মোফাজ্জলের উপর হামলা করে পিটিয়ে ও কুপিয়ে মারাক্তক জখম করেন। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
আহত মোফাজ্জল হোসেন জানান, রবিবার সন্ধ্যায় মাগরিব নামাজ শেষে চোত্রাপাশা খেজুর তলা দোকানে গেলে আমার উপর হামলা করেন তারা। আমি হামলার ন্যায় বিচার দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।