রাজশাহীতে শিশু ধর্ষণে অভিযুক্ত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে র্যাব
Published: 8th, February 2025 GMT
রাজশাহীর গোদাগাড়ীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবকের নাম মো. তুষার (১৮)। গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায় তার বাড়ি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোদাগাড়ীর গোপালপুর মোড় থেকে তুষারকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। এর আগে গত ১৮ ডিসেম্বর শিশু ধর্ষণের ওই ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভ্যানচালক তুষার ওই শিশুর পাড়া-প্রতিবেশি চাচা। গত ১৮ ডিসেম্বর শিশুটি খেলাধুলা করছিল। ওই সময় তুষার তাকে জলপাই খাওয়ানোর কথা বলে তার ভ্যানগাড়িতে করে সরমংলা জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটি চিৎকার করলে সে তার মুখে গামছা চেপে ধরে। ধর্ষণের পর শিশুটিকে ললিপপ খাওয়ার জন্য ১০ টাকা দেয়। পরে শিশুটিকে তার বাড়ির সামনে এনে নামিয়ে দেয় তুষার। শিশুটি তার বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার কাছে ঘটনার কথা খুলে বলে।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ভ্যানচালক তুষার ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্রমজীবী মানুষের সঙ্গে ইফতার
ফরিদপুরের শ্রমজীবী মানুষের সঙ্গে খোলা আকাশের নিচে বসে ইফতারি সারলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। গত ৬ মার্চ সন্ধ্যায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে (শহর শাখা) শতাধিক ভ্যান, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষের সঙ্গে ইফতারি সারেন ফরিদপুরের সুহৃদরা।
এ সময় উপস্থিত ছিলেন– সুহৃদ উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহসভাপতি নাজমুল ইসলাম মিরান ও হারুনার রশিদ, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, নারী সম্পাদক শামীমা নাসরিন শিমু, সহ-স্বেচ্ছাসেবী সদস্যরা। শিক্ষক, স্বেচ্ছাসেবী নেতা, সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করতে পেরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমজীবী মানুষ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় আয়োজন সম্পর্কে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘পবিত্র রমজান আমাদের সামাজিক ন্যায্যতার শিক্ষা দেয়। সমাজের শ্রেণিবৈষম্য বিলোপের তাগিদ দেয় এই মাস। সংযমসাধন ও ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনতে পারলেই সার্থক হবে আমাদের এই ইবাদত। তিনি বলেন, সব শ্রেণির মানুষকে নিয়ে একসঙ্গে ইফতার করার মানসিকতা ও চর্চা বাড়াতে পারলেই প্রকৃত অর্থে বৈষম্যের বিরুদ্ধে কাজ করা হবে। সমকাল সুহৃদ সমাবেশ বিগত বছরগুলোর মতো এবারও একই উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের সব উদ্যোগের মধ্য দিয়ে সাম্য ও মানবতার বার্তা সমাজে পৌঁছে দিতে চাই।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ফরিদপুর