সেরা ফিল্ডার মুশফিক, উদীয়মান তানজিদ
Published: 8th, February 2025 GMT
বিপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম কিংসকে ৩ বল থাকতে ৩ উইকেটে হারিয়েছে তারা। দলকে ম্যাচ জেতানো ভিত্তি এনে দিয়ে ফাইনাল সেরা হয়েছেন তামিম ইকবাল। তিনি ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ফাইনাল সেরা হিসেবে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন তিনি।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি খুলনা টাইগার্সকে কোয়ালিফায়ারে তুলতে বড় ভূমিকা রাখেন। ব্যাট হাতে ৩৫৫ রান করেন এবং ১৩ উইকেট নেন এই অলরাউন্ডার। যে কারণে তাকে টুর্নামেন্টের সেরা ঘোষণা করা হয়েছে। মিরাজ ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন।
বিপিএলের সেরা ফিল্ডারের পুরস্কার জিতে বিস্ময় উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে চুপিচুপি নিজের কাজটা দারুণভাবেই করেছেন অভিজ্ঞ মুশফিক। ১৪টি ডিসমিশাল অর্থাৎ উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ও স্টাম্পিং করেছেন। দুটি রান আউটেও সহায়তা করেছেন। ইনজুরির কারণে ম্যাচ মিস ও কিপিং মিস না করলে সংখ্যাটা বাড়তে পারত। মুশফিক ৩ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।
টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন তানজিদ তামিম। যদিও এক বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। গত বিপিএলেও ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। ব্যাট হাতে এবারো সেঞ্চুরি পেয়েছেন। বয়সের দিক থেকে তাকে উদীয়মান বলাই যায়। তানজিদ ৩ লাখ টাকার অর্থ পুরস্কার জিতেছেন।
বিপিএলে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার ওপেনার নাঈম শেখ। তিনি ৫ লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। ২৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নেওয়ার পুরস্কার জিতেছেন দুর্বার রাজশাহীর তাসকিন। তাকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল কর ছ ন ব প এল উইক ট
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।