সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মুজিবুর আটক
Published: 8th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
কোস্টগার্ড অভিযান চালিয়ে কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানকে আটক করেছে। তার কাছ থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.
এ ব্যাপারে সিয়াম-উল-হক বলেন, ‘শনিবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ায় এক ব্যক্তির বসতঘরে মাদকের বড় একটি চালান মজুতের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালান। সে সময় ধাওয়া দিয়ে চেয়ারম্যানকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির বসতঘর তল্লাশি করে লুকিয়ে রাখা অবস্থায় একটি বস্তার ভেতর থেকে ১২ হাজার ২৭৪টি ইয়াবা পাওয়া যায়।’
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এনজে
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
বসতঘরে হামলা মারধরের বিচার চান তাহমিনারা
বসতঘরে হামলা ও পিটিয়ে নারী-শিশুসহ চারজনকে আহত করার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
শুক্রবার বিকেলে সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের বাড়িতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
ভুক্তভোগী রফিকুল ইসলামের মেয়ে মোসা. তাহমিনা লিখিত বক্তব্যে বলেন, প্রতিবেশী মৃত আব্দুল খালেকের ছেলে মো. নাইম দুই বছর আগে থেকে তাদের দুই বিঘা ধানক্ষেত দখলের পাঁয়তারা শুরু করেন। এ বিষয়ে সিংহশ্রী ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন।
মো. নাইমের দাবি, জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রতিপক্ষের লোকজন থানা ও আদালতে একাধিক মামলা করেছে।