বইমেলায় ইমরুল ইউসুফের ‘ক্যাম্পাসাণুকাব্য’
Published: 8th, February 2025 GMT
প্রকাশিত হয়েছে কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফের নতুন অনুবই ‘ক্যাম্পাসাণুকাব্য’। ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন এটি।
ক্যাম্পাসাণুকাব্যের প্রেক্ষাপট: ক্যাম্পাস মানে শুধুমাত্র ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন নয়। ক্যাম্পাস মানে বন্ধুদের সঙ্গে হইচই, আড্ডা, খুনসুটি আর ঝগড়া। ক্যাম্পাস মানে গণরুমের নিত্য ব্যবহার্য জিনিসের মালিকানাহীন ব্যবহার, ছারপোকার কামড়; ক্যান্টিনের পাতলা ডাল। ক্যাম্পাস মানে কারও প্রতি বিশেষ মুগ্ধতা, তুমুল প্রেমে ভেসে যাওয়া দিন। ক্যাম্পাস জীবনের এমনই অসংখ্য অম্ল মধুর গল্প, নিত্যদিনের চেনা ঘটনা নিয়ে ইমরুল ইউসুফ লিখেছেন ‘ক্যাম্পাসাণুকাব্য’।
পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশ হয়েছে। বইটির প্রতিটি অণুকাব্যই পাঠকের সামনে মেলে ধরবে ঘটমান চিরচেনা দৃশ্য কিংবা খুলে দেবে ফেলে আসা স্মৃতির ঝাঁপি।
আরো পড়ুন:
অসহায়ত্ব থেকেও নতুনের মতো কিছু জন্মাতে পারে: আনিফ রুবেদ
বইমেলায় ভ্রমণগদ্য ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’
প্রাপ্তিস্থান: প্যাভিলিয়ন নম্বর ২৯
বইয়ের গায়ের দাম: ২০০ টাকা
বিক্রয় মূল্য: ১৫০ টাকা
বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহজাদপুরে আ.লীগ কার্যালয় গুড়িয়ে দিয়েছে জনতা
ভেকু মেশিন দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের মুরালও ভেঙে ফেলা হয়েছে।
শনিবার ৮ (ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলা হয়েছিল। কিছু অংশ অবশিষ্ট ছিল, সেটা মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দাড়িয়াপুর বাজারে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়।
আরো পড়ুন:
৩২-সহ দেশব্যাপী ভাঙচুরের ঘটনায় উদ্বেগ টিআইবির
আ.লীগকে নিষিদ্ধে শিগগির পদক্ষেপ নেবে সরকার: আসিফ মাহমুদ
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিাবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের প্রয়াত সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদর উপজেলার পুনর্বাসন এলাকায় দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, লুটপাট করে বিক্ষুদ্ধ জনতা।
ঢাকা/রাসেল/বকুল