প্রকাশিত হয়েছে কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফের নতুন অনুবই ‘ক্যাম্পাসাণুকাব্য’। ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন এটি। 

ক্যাম্পাসাণুকাব্যের প্রেক্ষাপট: ক্যাম্পাস মানে শুধুমাত্র ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন নয়। ক্যাম্পাস মানে বন্ধুদের সঙ্গে হইচই, আড্ডা, খুনসুটি আর ঝগড়া। ক্যাম্পাস মানে গণরুমের নিত্য ব্যবহার্য জিনিসের মালিকানাহীন ব্যবহার, ছারপোকার কামড়; ক্যান্টিনের পাতলা ডাল। ক্যাম্পাস মানে কারও প্রতি বিশেষ মুগ্ধতা, তুমুল প্রেমে ভেসে যাওয়া দিন। ক্যাম্পাস জীবনের এমনই অসংখ্য অম্ল মধুর গল্প, নিত্যদিনের চেনা ঘটনা নিয়ে ইমরুল ইউসুফ লিখেছেন ‘ক্যাম্পাসাণুকাব্য’। 

পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশ হয়েছে। বইটির প্রতিটি অণুকাব্যই পাঠকের সামনে মেলে ধরবে ঘটমান চিরচেনা দৃশ্য কিংবা খুলে দেবে ফেলে আসা স্মৃতির ঝাঁপি।

আরো পড়ুন:

অসহায়ত্ব থেকেও নতুনের মতো কিছু জন্মাতে পারে: আনিফ রুবেদ

বইমেলায় ভ্রমণগদ্য ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’

প্রাপ্তিস্থান: প্যাভিলিয়ন নম্বর ২৯
বইয়ের গায়ের দাম: ২০০ টাকা
বিক্রয় মূল্য: ১৫০ টাকা

বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বনানীতে পথচারীকে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালককে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট। রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই চালকের নাম টিটন ইসলাম। 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, সোমবার সকাল ছয়টার দিকে বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাকচাপায় দুজন নিহত হন। নিহত একজনের নাম মিনারা আক্তার। তিনি একজন পোশাক শ্রমিক। অপরজনের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় সকাল থেকে বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করেন দুটি কারখানার পোশাক শ্রমিকরা। এতে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য এলাকাতেও। রোজার মধ্যে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সোমবার সকাল থেকে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ থাকে। রাজধানীর খিলগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী, মিরপুর, মগবাজারেও বনানীর যানজটের প্রভাব পড়ে। অফিসগামী মানুষরা রোজা রেখে যানজটে তীব্র ভোগান্তির কথা জানিয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ