বইমেলায় ইমরুল ইউসুফের ‘ক্যাম্পাসাণুকাব্য’
Published: 8th, February 2025 GMT
প্রকাশিত হয়েছে কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফের নতুন অনুবই ‘ক্যাম্পাসাণুকাব্য’। ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন এটি।
ক্যাম্পাসাণুকাব্যের প্রেক্ষাপট: ক্যাম্পাস মানে শুধুমাত্র ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন নয়। ক্যাম্পাস মানে বন্ধুদের সঙ্গে হইচই, আড্ডা, খুনসুটি আর ঝগড়া। ক্যাম্পাস মানে গণরুমের নিত্য ব্যবহার্য জিনিসের মালিকানাহীন ব্যবহার, ছারপোকার কামড়; ক্যান্টিনের পাতলা ডাল। ক্যাম্পাস মানে কারও প্রতি বিশেষ মুগ্ধতা, তুমুল প্রেমে ভেসে যাওয়া দিন। ক্যাম্পাস জীবনের এমনই অসংখ্য অম্ল মধুর গল্প, নিত্যদিনের চেনা ঘটনা নিয়ে ইমরুল ইউসুফ লিখেছেন ‘ক্যাম্পাসাণুকাব্য’।
পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশ হয়েছে। বইটির প্রতিটি অণুকাব্যই পাঠকের সামনে মেলে ধরবে ঘটমান চিরচেনা দৃশ্য কিংবা খুলে দেবে ফেলে আসা স্মৃতির ঝাঁপি।
আরো পড়ুন:
অসহায়ত্ব থেকেও নতুনের মতো কিছু জন্মাতে পারে: আনিফ রুবেদ
বইমেলায় ভ্রমণগদ্য ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’
প্রাপ্তিস্থান: প্যাভিলিয়ন নম্বর ২৯
বইয়ের গায়ের দাম: ২০০ টাকা
বিক্রয় মূল্য: ১৫০ টাকা
বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঈদ পুনর্মিলনী ৭ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম আজহারুল ইসলাম, মিজানুর রহমান, মো. কাউছার উল আলম ও আবু নাছের মোহাম্মদ নাজমুল বারীসহ সারাদেশ থেকে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ৯টি জোনের জোনপ্রধান, ২০৬টি শাখার শাখা ব্যবস্থাপক, ১৭৭টি উপশাখার ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থেকে পারস্পরিক ঈদ আনন্দ ও অভিজ্ঞতা বিনিময় করেন।
মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে ঈদুল ফিতরকে বাংলাদেশের বৃহত্তম ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব উল্লেখ করে বলেন, “রমজান ও ঈদের মূল শিক্ষার আলোকে ধনী-গরীবের বৈষম্য কমানো, দারিদ্র্য বিমোচন ও সংকুলানমূলক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।”
তিনি বলেন, “গত ৬ মাসে ৭ লাখ ৩৩ হাজার নতুন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে মানুষ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতি তাদের আস্থার স্বীকৃতি দিয়েছে। আস্থা ফিরে আসায় এই সময়ে ৩ হাজার ৩০০ কোটি টাকা নতুন আমানত সংগ্রহের পাশাপাশি ২ হাজার ২০০ কোটি টাকা অনাদায়ী বিনিয়োগ আদায় হয়েছে।”
ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমুখী সেবা সাধারণ মানুষের নিকট পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা/সাজ্জাদ/এসবি