মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত ৫ কাঠুরিয়া
Published: 8th, February 2025 GMT
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে অপহরণের শিকার হওয়া পাঁচ ব্যক্তি মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। অপহরণের দুই দিন পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অপহৃতদের পরিবারের দাবি, মুক্তিপণ হিসেবে ৩ লাখ ৪০ হাজার টাকা দিতে হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী পাহাড়ের পাদদেশে ওই পাঁচ কাঠুরিয়াকে ছেড়ে দেওয়া হয়।
তারা হলেন—আব্দুল হকের ছেলে উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো.
বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া ও বাইন্ন্যা পাড়ার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। এ সময় স্থানীয় চাকমাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকার পূর্ব পাশে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে পাঁচ জনকে আটকে রেখে অন্যদের ছেড়ে দেওয়া হয়।
ইউপি সদস্য আরো জানান, অপহরণের পর বুধবার রাতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে কয়েক দফা আলোচনার পর পাঁচ জনের পরিবার মোট ৩ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের বিষয়ে জানার পর থেকেই পুলিশ অপহৃতদের উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এরপর অপহৃতদের ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে, অপহৃতদের স্বজনরা মুক্তিপণ দেওয়ার বিষয়ে পুলিশকে কিছু জানায়নি। ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/তারেকুর/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অপহরণ র ন র পর অপহ ত
এছাড়াও পড়ুন:
মায়ের জন্য কাঁদছিল শিশুটি, অপহরণকারী ভেবে বাবাকে পেটালেন জনতা
কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগরপাড়ার সোহেল মিয়ার (৩০) সঙ্গে প্রতিবেশী সাবিনা আক্তারের (২৫) বিয়ে হয়েছে ১০ বছর আগে। এই দম্পতির তিন সন্তান। কিছুদিন আগে সোহেলকে তালাক দেন সাবিনা। সন্তান রয়ে যায় বাবার কাছে। তিন বছর বয়সী রাইসা মায়ের কাছে যেতে অস্থির।
রাইসার জন্য স্ত্রীর খোঁজে বের হন সোহেল। ব্যাটারিচালিত অটোরিকশাযোগে রাইসাকে নিয়ে সোহেল একই জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় মায়ের জন্য কান্না করছিল রাইসা।
শিশুটির কান্না দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে অপহরণকারী ভেবে সোহেলকে বেঁধে বেধড়ক পেটান তাঁরা। এ সময় রাইসা আব্বা আব্বা বলে কান্না করলেও জনরোষ থেকে রক্ষা পাননি সোহেল। ‘এই ভাই, এই ভাই আমার কথা হুনুইন’ বলে বারবার ক্ষুব্ধ জনতার মনোযোগ আকর্ষণ করতে চান সোহেল। তাতেও শেষ রক্ষা হয়নি। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রমাণ হয় সোহেল অপহরণকারী নন। কোলে থাকা শিশুটি তাঁরই মেয়ে।
শিশুকন্যার সামনে বাবাকে পেটানোর ঘটনাটি ঘটে গতকাল রোববার বিকেলে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তাতারকান্দিতে। পুলিশ রাত ১০টার দিকে পরিবারের অন্য সদস্যদের কাছে সোহেলকে তুলে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, খুবই দুঃখজনক, কষ্টদায়ক। কোনো বিষয়ে সন্দেহ হতেই পারে। সন্দেহ হলেই প্রমাণ ছাড়া বিচার শুরু করে দেওয়া বড় অন্যায়, বড় ভুল। সোহেলের ক্ষেত্রে তা–ই হয়েছে। রাতেই সোহেলের মা, ভাইসহ আরও অনেকে থানায় এসে দুজনকে নিয়ে যান। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মায়ের সঙ্গ বঞ্চিত রাইসাকে শান্ত রাখার জন্য সোহেল তাকে বেশি বেশি আদর করতেন। তাতেও কাজ হচ্ছিল না। এ কারণে রাইসাকে সঙ্গে নিয়েই সাবেক স্ত্রীর খোঁজে বের হয়েছিলেন সোহেল। ভৈরবে এক আত্মীয়ের বাড়িতে রাইসার মা থাকতে পারেন ভেবে কয়েক দিন আগে রাইসাকে নিয়ে সেখানে যান সোহেল; কিন্তু তাঁকে পাননি। গতকাল ভৈরব থেকে বাড়ি ফেরার সময় আগরপুর বাসস্ট্যান্ডে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়।
সোহেলের মা নিয়া শাহ বেগম থানায় এসে আহত সোহেলকে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি হুনছি নাতি আমার আব্বা আব্বা করছিল। আব্বার কাছে যাইতে চাইছিল।’ নিয়া শাহর প্রশ্ন, ‘তাতেও কি মানুষের বুদ্ধিতে কিছু ধরে নাই! নাতির কথা না হুইনা সবাই আমার পুতেরে মাইরা ফালাইতে চাইল?’
ঘটনার সময় উপস্থিত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমত শিশুটি হাউমাউ করে কান্না করছিল। দ্বিতীয়ত শিশুটির বাবার চেহারা দেখে স্বাভাবিক মনে হয়নি। ধরার পর বিশ্বাস করার মতো করে কিছু বলতে পারেননি। শিশুটিও তখন কেবল কান্না করছিল। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। এরই মধ্যে লোকজন ভিডিও করে এবং শিশুর অপহরণকারী ধরা শিরোনাম দিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করতে থাকে। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন সচেতন কয়েকজন পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁরা স্বীকার করেন, বাবাকে মারতে দেখে শিশুটির কান্না করে আব্বা আব্বা বলছিল। তখন বোঝা উচিত ছিল।
মুক্ত হওয়ার পর সোহেল বলেন, ‘তাঁরা (ক্ষুব্ধ জনতা) আমার কোনো কথাই হুনে নাই। রাইসা আমার মাইয়া—এই কথাটা কওয়ার সুযোগ দেয় নাই। যে যেমনে পারছে মারছে আর ভিডিও করছে।’