রাজশাহীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে র‍্যাব-৫–এর একটি দল।

গ্রেপ্তার তরুণের নাম মো. তুষার (১৮)। তিনি গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তুষার পেশায় একজন ভ্যানচালক। আজ শনিবার র‍্যাব-৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, ধর্ষণের শিকার ওই শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরের একটু আগে সে একটি মাঠে খেলছিল। সেই সময় আসামি শিশুটিকে জলপাই খাওয়ানোর কথা বলে তাঁর ভ্যানগাড়িতে করে গোদাগাড়ী পৌর এলাকায় একটি জঙ্গলের নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। এই কথা বললে মেরে ফেলা হবে, এই বলে হুমকি দেয়। শিশুটি বাড়িতে এসে বাবাকে সব বলে দেয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা হয়। পরে র‍্যাব গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছিল। আসামি পলাতক ছিলেন। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ প্রপোজ ডে, পরীমণির আক্ষেপ

ঢাকাই সিনেমার লাস্যময়ীকন্যা পরীমণি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন তিনি। ব্যক্তিজীবনে স্পষ্টবাদী হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ জীবনের অনুষঙ্গ। এসব বিষয়েও তার বক্তব্য পরিষ্কার। ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না-চেনার আক্ষেপ জানালেন পরীমণি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করেন এই অভিনেত্রী।

পরীমণি ফেসবুক আইডিতে লেখেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য: সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে। আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-
১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।
২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।
৩. আপনি যে বা যাদের খুব কাছের মানুষ বলে জানবেন।

ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।

এরপরই পরী লেখেন, ‘‘আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।’’

নতুন বছর পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। পাশাপাশি নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন বছর ‘গোলাপ’ সিনেমায় নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে। 

ঢাকা/রাহাত

সম্পর্কিত নিবন্ধ