রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার
Published: 8th, February 2025 GMT
রাজশাহীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে র্যাব-৫–এর একটি দল।
গ্রেপ্তার তরুণের নাম মো. তুষার (১৮)। তিনি গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তুষার পেশায় একজন ভ্যানচালক। আজ শনিবার র্যাব-৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, ধর্ষণের শিকার ওই শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরের একটু আগে সে একটি মাঠে খেলছিল। সেই সময় আসামি শিশুটিকে জলপাই খাওয়ানোর কথা বলে তাঁর ভ্যানগাড়িতে করে গোদাগাড়ী পৌর এলাকায় একটি জঙ্গলের নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। এই কথা বললে মেরে ফেলা হবে, এই বলে হুমকি দেয়। শিশুটি বাড়িতে এসে বাবাকে সব বলে দেয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা হয়। পরে র্যাব গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছিল। আসামি পলাতক ছিলেন। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হজযাত্রী প্রতিস্থাপন ১৮ এপ্রিলের মধ্যে
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এ বিষয়ে হজ পরিচালককে অবহিত করতে হবে।
এই নির্দেশনা দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর মালিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুর কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।
আরো পড়ুন:
মায়ের শাড়িতে বধূ সাজেন মেহজাবীন
বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব
তবে হজযাত্রীকে না জানিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে হুঁশিয়ার করা হয়েছে।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল