এক ম্যাচের জন্য এনেও বরিশাল কেন খেলাল না নিশামকে
Published: 8th, February 2025 GMT
ফাইনাল জেতার পর ডেভিড ম্যালানের একটি সাক্ষাৎকার নেন জিমি নিশাম। এবারের বিপিএলে নিউজিল্যান্ড অলরাউন্ডারের উপস্থিতি বলতে এতটুকুই। দক্ষিণ আফ্রিকা থেকে তাঁকে ফাইনালের জন্য উড়িয়ে এনেছিল ফরচুন বরিশাল। শুধু কি একটা সাক্ষাৎকার নেওয়ার জন্যই? ভুল বুঝবেন না, নিশাম এখনো ক্রিকেট ছেড়ে পেশাদার উপস্থাপক হয়ে যাননি।
বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার আগেও এসএ টি–টোয়েন্টিতে নিশাম প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এমআই কেপটাউনের বিপক্ষে খেলে এসেছেন। বোলিংয়ে ৩ উইকেট আর ব্যাটিংয়ে ২৪ বলে করেছেন ৩২ রান।
আরও পড়ুনবিপিএল ফাইনাল: জিততে জিততে ঠিক কোথায় হারল চিটাগং কিংস৩৬ মিনিট আগেতাতে অবশ্য বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের একাদশে জায়গা হয়নি। ম্যাচ শেষে ম্যালানের সঙ্গে এ নিয়ে রসিকতাও করেন নিশাম, ‘তোমাদের দলটা তো ভালোই। ১০ জন নিয়ে ফাইনাল জিততে পারে!’ যতই হাসি–তামাশা করুন, দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এসে বেঞ্চে বসে থাকতে নিশ্চয়ই ভালো লাগেনি নিশামেরও।
দলে না থাকার কথা ফাইনালের আগেই জানতে পেরেছেন নিশাম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নাকে কারখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
তারা আরও জানান, ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণপোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।
ঘটনাস্থলে শিল্পপুলিশের সদস্যরা উপস্থিত আছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।