সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জমির হোসেন (৩০) ও আলী নূর (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আহসানমারা সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাসের সঙ্গে শান্তিগঞ্জ থেকে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী বলেন, যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ স ঘর ষ

এছাড়াও পড়ুন:

আমির খানের ৬০ বছর, ‘সিনেমার জাদুকর’কে নিয়ে থাকছে বিশেষ আয়োজন

১৪ মার্চ ৬০ বছরে পা দিতে চলেছেন বলিউড তারকা আমির খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে এবার থাকছে ভারতজুড়ে বিশেষ আয়োজন। সে কথা জানাতেই গতকাল মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। খবর হিন্দুস্তান টাইমসের
১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। এই বিশেষ উদ্‌যাপনের নাম, ‘আমির খান: সিনেমা কা জাদুকর’।

গতকাল এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হলো?

মুম্বাইয়ে গতকালের অনুষ্ঠানে আমির খান। এএফপি

সম্পর্কিত নিবন্ধ