Prothomalo:
2025-02-08@10:24:46 GMT

একঝলক (৮ ফেব্রুয়ারি ২০২৫)

Published: 8th, February 2025 GMT

ছবি: সাদ্দাম হোসেন

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মৌলভীবাজারে মণিপুরিদের নিংতম কাং টুর্নামেন্ট অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদমপুর ইউনিয়নের নয়াপত্তনের কাংশংয়ে বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশন আয়োজিত নিংতম কাং টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের উপদেষ্টা রাধামোহন সিংহ।

ফেডারেশনের সভাপতি সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাং ফেডারেশনের প্রাক্তন সভাপতি কে মনিন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হিরণ্ময় সিংহ। 

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের সাধারণ সম্পাদক নারেংবম সমরজিত সিংহ, সদস্য নোংমাইথেম অশোকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজাও লাইরেম্বী কাংখুৎ ৭-৫ পয়েন্টে হামোমখুল মহাদেব কাংখুৎকে পরাজিত করেন। এবারের নিংতম কাং টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, ‘কাং খেলা’ মণিপুরিদের ঐতিহ্যবাহী এক ধরনের অভ্যন্তরীণ খেলা। দ্বাদশ শতাব্দীতে মহারাজ ‘লোইতোংবা’র শাসনামলে কাং খেলা উদ্ভাবিত হয়। এই খেলার জন্য বড় এক মণ্ডপ ঘরের প্রয়োজন হয়। সেখানে নির্ধারিত মাপে কোর্ট কেটে দুই পক্ষের মধ্যে খেলা হয়। ফাইবার নির্মিত নির্দিষ্ট মাপের কালো রঙের ‘কাং’ নিয়ে খেলা হয়। 

এক-এক দলে সাতজন করে খেলোয়াড় থাকে। প্রথমে দাঁড়িয়ে ‘চেকফৈ’ মারতে হয়। অপর প্রান্তে বসানো নির্ধারিত টার্গেট দুইবার স্পর্শ করতে পারলে বসে ‘লমথা’ মারার যোগ্যতা অর্জিত হয়। 

লমথা যথানিয়মে টার্গেট স্পর্শ করতে পারলে একটি পয়েন্ট অর্জন করে। এক পক্ষ পয়েন্ট অর্জনে ব্যর্থ হলে অপর পক্ষ খেলার সুযোগ পায়। এভাবে খেলা এগিয়ে চলে এবং নির্ধারিত সময়ের শেষে যে দলের পয়েন্ট বেশি হবে, তারাই বিজয়ী হয়।

ঢাকা/আজিজ/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ব্র্যাক ব্যাংকে স্নাতক পাসে চাকরি, থাকতে হবে গ্রাহককেন্দ্রিক মানসিকতা
  • বুড়ো রোনালদোর ভেলকি
  • বেতার ও জলবায়ু পরিবর্তন
  • প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, সর্বোচ্চ বেতন ২ লাখ ৫৪ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (৮ ফেব্রুয়ারি ২০২৫)
  • হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
  • মৌলভীবাজারে মণিপুরিদের নিংতম কাং টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • একঝলক (৭ ফেব্রুয়ারি ২০২৫)
  • একঝলক ১ (৬ ফেব্রুয়ারি ২০২৫)