শেষ ৪ ওভারে মাত্র ৩১ রান। সেটিও উইকেটে সেট ব্যাটসম্যান পারভেজ হোসেন ও গ্রাহাম ক্লার্ক থাকার পরও। তাতেই কাল বিপিএল ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ২০০ রানের গণ্ডি পার হতে পারেনি চিটাগং কিংস।

অথচ উদ্বোধনী জুটিতেই খাজা নাফি ও পারভেজ তুলেছিলেন ৭৬ বলে ১২১ রান। কিছু রান কম হলেও ফাইনালে ১৯৪ রান বড় স্কোরই। বিপিএলে এর আগে ফাইনালে এত রান তাড়া করে জেতেনি কোনো দল। ফাইনালে বড় সংগ্রহ তুলেও ঠিক কোথায় হেরে গেল চিটাগং?

বল হাতে ভালো শুরু করতে না পারা হতে পারে একটি কারণ। ইনিংসের ৭ ওভারের মধ্যে মাত্র ২৪ বলেই যে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল করেন ফিফটি। চিটাগং পেসার খালেদ আহমেদ ওই সময়ে তাঁকে পরিকল্পনামতো বল করতে না পারার আফসোস করছেন, ‘পাওয়ার প্লেতে তামিম ভাইকে আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। মুখের ওপর বল দিয়ে ফেলেছি। এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে। পাওয়ার প্লেতে আরেকটু ভালো বল করলে হয়তো ম্যাচটা আমাদের হাতে থাকত।’

৪ উইকেটে ৩৪কাল বিপিএল ফাইনালে শরীফুল ইসলাম

তবু অবশ্য শেষ দিকে নতুন করে আশা জাগিয়ে তুলেছিলেন শরীফুল ইসলাম। ১৮তম ওভারে বোলিংয়ে এসে এক বলের ব্যবধানে তিনি ফেরান ২৮ বলে ৪৬ রান করা কাইল মায়ার্স ও ১১ বলে ৭ রান করা মাহমুদউল্লাহকে। এই ওভার জয়ের বিশ্বাস এনে দেয় খালদকে, ‘মায়ার্স যখন আউট হয়েছে, আমি শরীফুলকে বলছিলাম যে “তুই ম্যাচ জিতাবি।” আরেকটা উইকেট নিলে.

..এক বল পরই রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইকে আউট করে দিয়েছে। আমার বিশ্বাস চলে আসছিল যে ম্যাচটা জিতে যাব। ওখানে কিছু ভুল হয়ে গেছে। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। শুরুতেই ভুল হয়ে গেছে।’

আরও পড়ুনতানজিদ তামিমের ‘উদীয়মান ক্রিকেটার পুরস্কার’ নিয়ে কৌতূহল১ ঘণ্টা আগে

আগের ম্যাচে শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে ব্যাট হাতে চিটাগংকে জিতিয়েছিলেন আলিস আল ইসলাম। আর বল হাতে তো পুরো টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত। নিয়েছেন ১৫ উইকেট। কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পাওয়া চোট তাকে খেলতি দেয়নি ফাইনালে।

খালেদ আহমেদ নিজেও ফাইনালে তেমন কিছু করতে পারেননি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

তিন জেলায় ধর্ষণের শিকার তিন স্কুলশিক্ষার্থী

কুমিল্লার মেঘনা উপজেলায় আপন মামার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী পঞ্চম শ্রেণির ছাত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে তার মামা। বিষয়টি জানার পর ৫ মার্চ ভুক্তভোগীর এক আত্মীয় মেঘনা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। মেঘনা থানার ওসি আব্দুল জলিল জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় মসজিদের শৌচাগারে তৃতীয় শ্রেণির ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ মার্চের এ ঘটনা ৬ মার্চ জানাজানি হয়। সোমবার নুরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ বলেন, ভুক্তভোগীর পরিবার মামলা না করায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দ্বীন ইসলাম তোফাজ্জল নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ির বাইরে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর বাবার করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

বারিধারায় শিশুকে ধর্ষণের অভিযোগ: রাজধানীর বারিধারায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সজল হোসেন পলাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশান থানার এসআই নাঈম উদ্দিন সুজন বলেন, ভুক্তভোগীর মা জানিয়েছেন, রোববার সকালে সজল শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির মা কাজের জন্য বাইরে ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে গুলশান থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। সজল তাদের পূর্বপরিচিত।

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার: চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবার পাশবিকতার দৃশ্য মায়ের পরামর্শে মোবাইল ফোনে ধারণ করে শিশুটি। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম এসব তথ্য জানিয়েছেন। 

ঝালকাঠিতে কলেজছাত্র গ্রেপ্তার: ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজাপুর থানায় মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ফাহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো পান্নু মোল্লা ও তার ভাবী শারমিন আক্তার। ঘটনার পর কাউকে না বলার জন্য শিশুটিকে শাসিয়ে দেয় শারমিন। ফেনীর ফুলগাজী উপজেলায় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে খাবার দেওয়ার কথা বলে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম নামে এক চা দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। 

লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণের বিচার না পেয়ে উল্টো অপবাদ পাওয়া জান্নাত বেগম (১৭) নামে এক কিশোরী আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলার আসামি হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামে আইনজীবী পল্টন দাশের বিরুদ্ধে ২০২১ সালে এক নারী আইনজীবীর করা ধর্ষণ মামলার বিচার শুরু হয়েছে। গতকাল চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বাদী প্রথমে সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৩ মে নির্ধারণ করেছেন আদালত। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক এবং সংশ্লিষ্ট ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতা)

 

সম্পর্কিত নিবন্ধ