আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

গতকাল শুক্রবার মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারি কিনা। জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘আমি এ মুহূর্তে আগে থেকে কিছু বলতে পারি না। তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমার ধারণা, যেসব বিষয় আলোচনায় আসতে পারে, সেগুলোর অন্যতম এটি একটি।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে, সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে, সেটা থাকে সেই দেশের। আমার কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত।’ 

ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরেন দেশটির সাংবাদিকরা। এ বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, ‘দুর্ভাগ্যজনক’ এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর থেকে সুপ্রিম কোর্টের আশপাশ ঘিরে রেখেছেন র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তারা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। হাইকোর্ট প্রঙ্গণে ম্যুরাল ভাঙা হতে পারে এমন খবরে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা/রায়হান/মাকসুদ/ইভা 

সম্পর্কিত নিবন্ধ