৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার জয়, জিতেছে ব্রাজিলও
Published: 8th, February 2025 GMT
এক ম্যাচে গোল হয়েছে ৭টি, আরেকটিতে ১টি। দুই ম্যাচেই জয়ের ব্যবধান এক গোলেরই। আজ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে স্বল্প ব্যবধানের এই জয় দুটি আর্জেন্টিনা ও ব্রাজিলের।
ক্লদিও এচেভেরি ও মরিসিও কারিজ্জোরা যে আর্জেন্টাইন ফুটবলে নতুন দিনের গান গাইছেন, সেটা তাঁদের পারফরম্যান্সেই পরিষ্কার। কারাকাসে আজ যেমন চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৫২ মিনিটের মধ্যে ৩–০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার খুদেরা। ৬৯ মিনিটে স্কোরলাইন হয় ৪–১। এরপর অবশ্য কিছুটা নাটকীয়তাও দেখা গেছে। ৮৬ মিনিটের মধ্যে আরও দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল উরুগুয়ে, কিন্তু ফেরা আর হয়নি। শেষ পর্যন্ত ৪–৩ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
আরও পড়ুন‘ফার্গি টাইম’ নয়, ইউনাইটেডে এবার ‘অফসাইড টাইম’২৬ মিনিট আগেব্রাজিল অনূর্ধ্ব–২০ দল সে তুলনায় ছুটছে একটু ঢিমেতালে। যেন একের নামতা পড়ছে! চূড়ান্ত পর্বে উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ ১–০ গোলে জয়ের পর আজ কারাকাসে দ্বিতীয় ম্যাচেও ফল একই। কলম্বিয়াকে হারিয়েছে ১–০ গোলে। পেদ্রো হেনরিকের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার লাগো দা সিলভা। ৮৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছিল ব্রাজিল।
মরিসিও কারিজ্জোও জোড়া গোল করেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট
এছাড়াও পড়ুন:
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্মরণে ইউএপি আন্তবিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) পুরকৌশল বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম (সিইএসএফ) প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্মরণে প্রথমবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং–বিষয়ক প্রতিযোগিতা ‘জেআরসি মেমোরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট: CENOVUS 1.0’ আয়োজন করেছে। এই আয়োজনের আজ শনিবার (১২ এপ্রিল, ২০২৫) সকাল ৮টায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নিজস্ব ক্যাম্পাসে (৭৪/এ, গ্রীনরোড, ঢাকা) শুরু হয়েছে।
এই আকর্ষণীয় প্রতিযোগিতার অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টিভি। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং পুরকৌশল বিষয়ে অর্জিত জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
CENOVUS 1.0 পুরকৌশল দক্ষতাবিষয়ক সর্বমোট ৭টি সেগমেন্ট, যথা ট্রাস, গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, মেকানিকস, অটোক্যাড ডিজাইন, ফটোগ্রাফি ও কুইজ কনটেস্ট আকারে আয়োজিত হবে। ভিন্ন ভিন্ন সেগমেন্ট মিলিয়ে সম্পূর্ণ প্রতিযোগিতার সর্বমোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। ইতিমধ্যেই দেশব্যাপী ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৬৫০ জনের অধিক শিক্ষার্থী কনটেস্টের বিভিন্ন সেগমেন্ট ও ক্যাটাগরিতে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
CENOVUS 1.0–এর আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউএপি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম (সিইএসএফ) এবং বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের সহ-শিক্ষা কার্যক্রমের সহায়ক ৯টি ক্লাব।