বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানার এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কালীপুর থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুই নেতা হলেন, কালীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী তালুকদার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ আলী রাজু (৪২) এবং একই এলাকার বড় পাড়ার মৃত নুরুজ্জামানের ছেলে খালেকুজ্জামান (৪৫)।
রাজু কালীপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং খালেকুজ্জামান ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত সংসদ নির্বাচনে খালেকুজ্জামান প্রার্থী ছিলেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে খালেকুজ্জামান ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আন্দোলনের ঘটনায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
সুপ্রিম কোর্টের ফটকে পুলিশের অবস্থান। আজ শনিবার সকালে