চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি বহুতল বিপণিবিতানে থাকা কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে পুরোনো জলসা মার্কেটের গুদামটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, সকাল ছয়টার দিকে পুরোনো জলসা মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সাততলা ভবনটির দ্বিতীয় তলার ওই গুদামে তৈরি পোশাক কারখানার স্টক লটের মালামাল এবং ফেলনা টুকরা কাপড় (ঝুট) ছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.

আবদুল মালেক প্রথম আলোকে বলেন, সরু গলি ও সংকীর্ণ সিঁড়ি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৭ জুন রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজার মধ্যবর্তী অংশে একটি দোকানে আগুন লাগে। সে ঘটনায় তিনজনের মৃত্যু হয়। একই বছরের ৮ ফেব্রুয়ারি বাজারের আমতল এলাকার একটি পোশাক বিক্রয়কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফার্মগেটে ব্যাগের ভেতর ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশ

রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে একটি ব্যাগে ককটেলসদৃশ বস্তু দেখার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশকে এ খবর জানানো হয়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

বোম ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো ককটেল কি না, সে বিষয়ে জানা যাবে।মো. ইবনে মিজান, ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার

ইবনে মিজান প্রথম আলোকে বলেন, আজ দুপুরে আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো ব্যাগে ককটেলসদৃশ বস্তু রয়েছে, স্থানীয় ব্যক্তিরা এমন খবর পুলিশকে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

ডিসি ইবনে মিজান আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো ককটেল কি না, সে বিষয়ে জানা যাবে।

ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে ফার্মগেটে উৎসুক জনতার ভিড়

সম্পর্কিত নিবন্ধ