চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি বহুতল বিপণিবিতানে থাকা কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে পুরোনো জলসা মার্কেটের গুদামটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, সকাল ছয়টার দিকে পুরোনো জলসা মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সাততলা ভবনটির দ্বিতীয় তলার ওই গুদামে তৈরি পোশাক কারখানার স্টক লটের মালামাল এবং ফেলনা টুকরা কাপড় (ঝুট) ছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.

আবদুল মালেক প্রথম আলোকে বলেন, সরু গলি ও সংকীর্ণ সিঁড়ি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৭ জুন রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজার মধ্যবর্তী অংশে একটি দোকানে আগুন লাগে। সে ঘটনায় তিনজনের মৃত্যু হয়। একই বছরের ৮ ফেব্রুয়ারি বাজারের আমতল এলাকার একটি পোশাক বিক্রয়কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চান ফরাসি এমপি

যুক্তরাষ্ট্রের আইকন স্ট্যাচু অব লিবার্টি। এই ভাস্কর্যটি উত্তর আমেরিকার স্বাধীনতার প্রতীক। ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই মূর্তি। এবার সেই স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়ার দাবি করেছেন ফ্রান্সের এক আইনপ্রণেতা।

বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যানের দাবি, যে কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল, সেই মূল্যবোধের মর্যাদা দেয় না ট্রাম্প সরকার। আর তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত ফ্রান্সের।

রোববার এক জনসমাবেশে তিনি এ দাবি করেন বলে সোমবার ফরাসি সংবাদপত্র লা মন্ডের প্রতিবেদনে বলা হয়েছে। হিন্দুস্তান টাইমস।

সম্পর্কিত নিবন্ধ