‘ফার্গি টাইম’ নয়, ইউনাইটেডে এবার ‘অফসাইড টাইম’
Published: 8th, February 2025 GMT
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের দাবি, তাঁর দলের জয়ের সঙ্গে ‘ফার্গি টাইমের কোনো সম্পর্ক নেই।’ লেস্টার সিটির কোচ রুদ ফন নিস্টলরয়ের মূল কথাও অবশ্য এমনই, ‘আমরা ফার্গি টাইমে হারিনি’। তবে পরের কথাটাই আসল, ‘অফসাইড টাইমে হেরেছি।’
স্যার অ্যালেক্স ফার্গুসন ইউনাইটেডের কোচ থাকতে ‘ফার্গি টাইম’ কথাটার জন্ম হয়েছিল সমর্থকদের মুখে। ম্যাচের একদম শেষ দিকে করা গোলে জয় তুলে নেওয়াটা ফার্গির সময়ে প্রায় অভ্যাসে পরিণত করেছিল ইউনাইটেড। নিস্টলরয় সেই সময়ের ভেতর দিয়ে উঠে আসাদের একজন। এই ডাচ ফুটবলার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খেলেছেন ইউনাইটেডে। আর ইউনাইটেডের বর্তমান কোচ আমোরিম তখন পর্তুগালের বয়সভিত্তিক দলের খেলোয়াড়।
কাল রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে লেস্টারকে ২–১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ম্যাচে ইউনাইটেডের জয়সূচক গোলটি এসেছে ৯৩তম মিনিটে। এরপর দলটির কোচের দাবি, ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্তও জয়ে আত্মবিশ্বাসী ছিল দল, তাই জিতেছে। এর সঙ্গে ফার্গি টাইম এর সম্পর্ক নেই।
আরও পড়ুন‘জীবনের সঙ্গী’কে বিদায়ী বার্তা রোনালদোর২১ ঘণ্টা আগেকিন্তু প্রতিপক্ষ দলের কোচ নিস্টলরয় ইউনাইটেডের জয়টাই মানতে পারছেন না। তাঁর কাছে যুক্তিও আছে। অফসাইড হয়েও ইউনাইটেডের গোলটি বৈধতা পেয়েছে, আর সেই গোলে হেরেই বাদ পড়েছে তাঁর দল লেস্টার। শুধু তা–ই নয়, কোচ হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে পণ্ড হয়েছে তাঁর ফেরাও। ডাচ এই কোচ কেন ছেড়ে কথা বলবেন? সে কারণেই ‘অফসাইড টাইম’ এর কৌতুক।
অবশ্য কৌতুক চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। কেউ কেউ বলছেন, ‘ফুটবল ইতিহাসের সর্বোচ্চ অফসাইড’ থেকে গোল করেছেন হ্যারি ম্যাগুয়ার।
পঞ্চম রাউন্ডে ওঠার ম্যাচটিতে লেস্টারই এগিয়ে ছিল। ৪২ মিনিটে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার সেভের পর ফিরতি বলে হেডে গোল করেন লেস্টারের ফরোয়ার্ড ববি দে কর্ডোভা–রেইড। ৬৮ মিনিটে ইউনাইটেডও সমতাসূচক গোল করে ফিরতি বলে। রাসমুস হয়লুন্দের শট লেস্টারের গোলকিপার ম্যাডস হারমানসেন রুখে দেওয়ার পর ফিরতি বল গোল করেন ইউনাইটেড ফরোয়ার্ড জির্কজে।
যোগ করা সময়ে ফ্রি কিক পেয়েছিল ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করার সময় অফসাইড ছিলেন ম্যাগুয়ার। কিন্তু লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায় তা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিও এফএ কাপের এ পর্যায়ে ব্যবহার করা হয় না। গত ডিসেম্বরে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছিল, এফএ কাপে পঞ্চম রাউন্ডের আগপর্যন্ত ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে না।
আরও পড়ুনদাপুটে জয়ে ফাইনালে উঠেও খুশি নন লিভারপুল অধিনায়ক০৭ ফেব্রুয়ারি ২০২৫সিদ্ধান্তটি তাই মাঠের অফিশিয়ালদের নিতে হতো। অবিশ্বাস্য বিষয়, শুধু ম্যাগুয়ার নয়, ইউনাইটেডের মোট চারজন তখন অফসাইড ছিলেন, যেটার ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে। কিন্তু মাঠে অফিশিয়ালদের কেউ অফসাইডের বাঁশি বাজাননি। যদিও ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ও স্কাই স্পোর্টসের ফুটবল–পণ্ডিত রয় কিনের দাবি, লাইন্সম্যানের না দেখার কোনো কারণই থাকতে পারে না। আইটিভিকে বলেছেন, ‘লাইন্সম্যানকে এটা দেখতেই হবে। ইউনাইটেড যেন জেল থেকে ছাড়া পেয়েছে!’
ইউনাইটেড কোচ আমোরিমও ম্যাচ শেষে স্বীকার করেছেন, ভিএআর প্রযুক্তি থাকলে গোলটি হতো না, ‘ভিএআরে এটা গোল নয়। খেলায় ন্যায্যতার জন্যই ভিএআর থাকা গুরুত্বপূর্ণ। অফসাইড খেলায় হার মেনে নেওয়া কঠিন। তবে কিছুটা সৌভাগ্য আমাদেরও প্রাপ্য।’
খটকাটা হলো, আমোরিম খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখার কথাও বলেছেন। সেটা থাকলে অবশ্য কেউ সৌভাগ্যের পরশ পাওয়ার কথা ভাবে না। সে যা–ই হোক, আইটিভিকে আমোরিম বলেছেন, ‘আমাদের শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে হয়েছে, তবে এই ম্যাচের সঙ্গে ফার্গি টাইমের কোনো সম্পর্ক নেই।’
প্রথমার্ধে আমোরিমের দল লেস্টারের পোস্টে কোনো শট রাখতে পারেনি। এ মৌসুমে যা তৃতীয়বার দেখা গেল। শিষ্যদের খেলায় অসন্তোষের কথাও অবশ্য বলেছেন আমোরিম।
লেস্টার কোচ নিস্টলরয় হারের পর কোনো রাখঢাক রেখে সরাসরি বলেছেন, ‘ফার্গি টাইম নয়, আমরা অফসাইড টাইমে হেরেছি। এটা পরিষ্কার যে একটি ভুল ম্যাচের ফল ঠিক করে দিয়েছে। এটার দরকার ছিল না। ভিএআরে কয়েক সেন্টিমিটার, কয়েক ইঞ্চিতেও অফসাইড হয়। আর এটায় আধমিটার, পরিষ্কার। অতিরিক্ত সময়ে যাওয়াটা আমাদের প্রাপ্য ছিল। তারপর হয়তো পেনাল্টি। এই পর্যায়ে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’
এফএ কাপের পঞ্চম রাউন্ডে এবারই প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে। এ নিয়ে গত ১৬ ডিসেম্বর দেওয়া বিবৃতিতে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছিল, ‘অবকাঠামো, খরচ ও কর্মব্যাপ্তি বিচারে এফএ কাপে এর আগে ভিএআর শুধু ওয়েম্বলি ও প্রিমিয়ার লিগের ম্যাচগুলোয় ব্যবহার করা হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বল ছ ন আম র ম গ ল কর পর ক ন অবশ য ফ টবল
এছাড়াও পড়ুন:
জাতিসংঘ চায় সহযোগিতা ঝুঁকি মনে করছে ঢাকা
মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে বলছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত ডিঙাতে পারে। তাই সেখানকার সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ। তবে সংস্থাটির এ আহ্বানকে ইতিবাচক মনে করছে না ঢাকা। নিরাপত্তাসহ অন্যান্য ক্ষেত্রে এ প্রস্তাবকে ঝুঁকি হিসেবে বিবেচনা করছে।
গত অক্টোবরে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) রাখাইন পরিস্থিতি নিয়ে ১২ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনে রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয়। রাখাইনের পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে, আয়ের কোনো উৎস নেই, ভয়াবহ মূল্যস্ফীতি, নেমেছে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ধস; জরুরি সেবা ও সামাজিক সুরক্ষায় দেখা দিয়েছে ঘাটতি। জাতিসংঘ আশঙ্কা করছে, কয়েক মাসের মধ্যে সেখানে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পরিস্থিতি আরও খারাপ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ কিংবা এপ্রিলের মধ্যে রাখাইনে দুর্ভিক্ষ আঘাত হানতে পারে।
জাতিসংঘ ইতোমধ্যে রাখাইনের যুদ্ধ পরিস্থিতিসহ সার্বিক বিষয় বাংলাদেশকে জানিয়েছে। তারা বাংলাদেশ হয়ে রাখাইনে সহায়তা পাঠাতে চায়। ইতোমধ্যে কক্সবাজার হয়ে
আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সহায়তার একটি চালান সেখানে পাঠিয়েছে জাতিসংঘ। তবে দ্বিতীয় চালান পাঠাতে গিয়ে সমস্যায় পড়ে সংস্থাটি। দ্বিতীয় চালানটি আর বাংলাদেশ অতিক্রম করতে দেয়নি সরকার। দীর্ঘদিন ধরেই রাখাইনে সহায়তা দিতে বাংলাদেশকে ব্যবহারের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। প্রতিবেদনে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে সরাসরি পণ্য সরবরাহের সুপারিশ করা হয়।
এদিকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমান্তে অপরাধ দমনসহ সার্বভৌম রক্ষায় আরাকান আর্মির সঙ্গে কাজ করতে হবে। কারণ রাখাইনে একটি সংকট পরিস্থিতি চলছে। মার্চ বা এপ্রিলে সেখানে দুর্ভিক্ষ আসতে পারে। তখন সেখান থেকে আরও রাখাইন অধিবাসীদের বাংলাদেশে ঢোকার শঙ্কা রয়েছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে দেখছে ভিন্নভাবে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, রাখাইনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে এ ধরনের পরিস্থিতিতে শুধু বাংলাদেশকেই এগিয়ে আসতে বলা হয়। দায়ভার যেন শুধু বাংলাদেশের। অঞ্চলের বাকি দেশগুলোর কোনো দায় নেই। এমনিতে নিজস্ব শত প্রতিকূলতার মধ্যে ১০ লাখের ওপর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত চাপে রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গন ঝোঝা চাপাতে থাকবে, তা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ত্রাণ পাঠানো শুরু করলে সেখানকার মানুষ পর্যাপ্ত সহায়তা না পেয়ে ত্রাণের উৎসে চলে আসার শঙ্কা রয়েছে। এ ছাড়া রাখাইন সীমান্তে এখন সরকারি কোনো বাহিনী দায়িত্বে নেই। ফলে সেখানে কোনো ধরনের দরকষাকষি বা লেনদেনে ঝুঁকি রয়েছে। প্রথমত ত্রাণ রাখাইনের অধিবাসী পর্যন্ত পৌঁছাবে– এর নিশ্চয়তা নেই। আর আরাকান আর্মির মতো ননস্টেট অ্যাক্টরদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্কে গেলে নিরাপত্তা ঝুঁকি থেকে যায়।
জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, এখন মিয়ানমারজুড়েই মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। ২০২১ সাল থেকে গত ৬ জানুয়ারি পর্যন্ত দেশটিতে ৩২ লাখ ৪৫ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এর মধ্যে প্রায় ৪ লাখ ১৫ হাজার রাখাইন রাজ্যের। আর বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পার হয়েছে ৭১ হাজার, এদের সবই প্রায় রাখাইনের।
গত এক বছরে বাংলাদেশে কী পরিমাণ রোহিঙ্গা নতুন করে ঢুকেছে, তা জাতিসংঘের হিসাবে তুলে ধরা হয়নি। বাংলাদেশ সরকার এতে আপত্তি জানালে সংশোধন আনে ইউএনএইচসিআর। গত এক বছরে প্রায় ৬২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা সরকারের। বর্তমানে রাখাইনে কী পরিমাণ মানুষ আছে, এর সুস্পষ্ট ধারণা পাওয়া না গেলেও জাতিসংঘ থেকে রোহিঙ্গা বাদে আরও ১২ লাখ রাখাইন অধিবাসী বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, প্রতিবেশী ভারতকেও তো জাতিসংঘ বলতে পারে। তবে ওইখানে সুবিধা করতে পারবে না জেনে সব আবদার বাংলাদেশকে করছে। বাংলাদেশেরও প্রতিবেশী দেশকে সহযোগিতা করার ক্ষেত্রে আপত্তি নেই। তবে সেটা অবশ্যই নিজ স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের আসন্ন বৈঠকে বিষয়টি তোলা হলে বাংলাদেশের অবস্থান জানিয়ে দেওয়া হবে।
ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব
আগামী বৃহস্পতিবার ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভিভিআইপি এ সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মহাসচিব সরাসরি হোটেলে যাবেন।
শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই-রিপ্রেজেন্টেটিভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে অভ্যন্তরীণ বিমানবন্দর হয়ে বাণিজ্যিক একটি ফ্লাইটে কক্সবাজারে যাবেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা তাঁর সফরসঙ্গী হবেন। কক্সবাজারে তাদের স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় উপদেষ্টা। সেখান থেকে তারা রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যাবেন।
রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বাংলাদেশে কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। সেদিন রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারা।
আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘের সব কর্মীর সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এর পর সেখান থেকে দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেজ। পরে সেখানে বাংলাদেশে যুবসমাজ ও নাগরিক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এদিন বিকেলে একটি যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস আন্তোনিও গুতেরেসের সৌজন্যে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন। আগামী রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে আন্তোনিও গুতেরেসের।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিনি রমজানে সংহতি জানাতে বাংলাদেশে আসছেন। প্রতিবছর তিনি রমজানে মুসলিম দেশগুলোতে সফর করে থাকেন। এ ছাড়া সফরে তিনি রোহিঙ্গা নিয়ে আলোচনা করবেন। সেখানে আন্তর্জাতিক সহায়তার বিষয়টি উঠে আসবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সংস্কার, নির্বাচন এবং এর সহযোগিতা নিয়ে আলোচনা হবে কিনা– জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়ে বাংলাদেশির পাশে থেকেছে। ফলে জাতিসংঘের সহযোগিতা ও সংহতি চলবে। কী ধরনের সহযোগিতা চাওয়া হবে এবং অগ্রাধিকার বিষয়গুলো কী, তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা আগামীতে নির্বাচিত সরকার জাতিসংঘকে জানাবে। জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
প্রসঙ্গত, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে বাংলাদেশে ট্রানজিশন প্রক্রিয়ায় সহযোগিতা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছিলেন।