ক্রিস্টিয়ানো রোনালদো তার অনবদ্য ক্যারিয়ার মুকুটে আরেকটি পলক যুক্ত করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) ৪০তম জন্মদিন উদযাপন করেছিলেন রোনালদো। আর দুদিন পরে মাঠে নেমেই করলেন চোখ ধাঁধানো এক গোল। তাতেই শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল-নাসর। ম্যাচে বাকি গোল দুটি করেন সদ্যই অ্যাস্টন ভিলা থেকে নাসরে যোগ দেওয়া জন ডুরান। এই কলম্বিয়ান ফরোয়ার্ডের এটিই ছিল রিয়াদের ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ।
এদিকে আল-ফেইহার বিপক্ষে গোলের সুবাদে রোনালদো আরও একধাপ এগিয়ে গেলেন ক্যারিয়ারের ‘১০০০’ গোলের দিকে। এটি তার ক্যারিয়ারের ৯২৪তম গোল। দর্শনীয় এই গোলের পর নাসরের ঘরের মাঠ আল আওয়ালের দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান পর্তুগিজ তারকাকে। মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে রোনালদোর মা ডোলোরেস এভেইরোর উপস্থিতির কারণে। গ্যালারিতে বসে পুত্রের অসাধারণ নৈপুণ্য দেখে গর্বে ভেসেছেন তিনি।
আরো পড়ুন:
বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো, রোনালদোর আবেগী বার্তা
ঘরের ছেলে তোরেসের হ্যাটট্রিকে উড়ে গেল ভ্যালেন্সিয়া
শুক্রবার ঘরের মাঠে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। অভিষিক্তি ফরোয়ার্ড ডুরান সৌদিতে নিজের প্রথম গোলের দেখা পান। এই কলম্বিয়ান ম্যাচের ৭২ মিনিটে সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করে স্বাগতিকদের ২-০ তে এগিয়ে নেন।
ঠিক ২ মিনিট পর রোনালদোও গোল উৎসবে যোগ দেন। নাসরের রাইটব্যাক নাওয়াফ আল বোশাইল ডানপ্রান্ত থেকে যখন মাটি কামড়ানো ক্রসটা করেন তখনও ক্যামেরার ফ্রেমেই ছিলেন না রোনালদো। অথচ বল ডি বক্সের আসতে আসতেই দৌড়ে সেই সময়ের ব্যবধান পূরণ করে নেন ৪০ বছরের বুড়ো রোনালদো। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডার ট্যাকেল করলেও ৫ বারের ব্যালন ডি-অর জয়ী বলকে ঠিকই জালে পাঠাতে সক্ষম হয়েছেন অসাধারণ দক্ষতায়।
বয়সের ভাড়ে রোনালদোর রিফ্লেকশন কমেছে, গোলমুখে নিখুঁত শর্ট নেওয়ার দক্ষতা হ্রাস পেয়েছে, হেড করতে গিয়ে প্রায় গড়মিল বাঁধান। তবে আল-ফেইহার বিপক্ষে তিনি প্রমাণ করলেন, পজিশনিংয়ে এখনও তিনি সেরাদের একজন।
এই জয়ের মাধ্যমে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। টেবিলটপার আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল। ১৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪১। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।
এই জয়ের ফলে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে তারা শীর্ষে থাকা আল ইত্তিহাদ থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। স্টেফানো পিওলির দলটি ১৯ ম্যাচ শেষে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রক্রিয়ার মধ্যে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি জনাব শাহেদ নূরউদ্দিন কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬(৮) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখযুক্ত স্বাক্ষরে দাখিলকৃত পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ হতে ভূতাপেক্ষভাবে গ্রহণ করেছেন।
এর আগে, গত ৩০ জানুয়ারি ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান।
সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, বিচারপতি শাহেদ নূরউদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
গত বছরের ১৬ অক্টোবর শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে।
ওই ১২ বিচারপতি হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
বিএইচ