Risingbd:
2025-04-10@10:15:43 GMT

বুড়ো রোনালদোর ভেলকি

Published: 8th, February 2025 GMT

বুড়ো রোনালদোর ভেলকি

ক্রিস্টিয়ানো রোনালদো তার অনবদ্য ক্যারিয়ার মুকুটে আরেকটি পলক যুক্ত করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) ৪০তম জন্মদিন উদযাপন করেছিলেন রোনালদো। আর দুদিন পরে মাঠে নেমেই করলেন চোখ ধাঁধানো এক গোল। তাতেই শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল-নাসর। ম্যাচে বাকি গোল দুটি করেন সদ্যই অ্যাস্টন ভিলা থেকে নাসরে যোগ দেওয়া জন ডুরান। এই কলম্বিয়ান ফরোয়ার্ডের এটিই ছিল রিয়াদের ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ।

এদিকে আল-ফেইহার বিপক্ষে গোলের সুবাদে রোনালদো আরও একধাপ এগিয়ে গেলেন ক্যারিয়ারের ‘১০০০’ গোলের দিকে। এটি তার ক্যারিয়ারের ৯২৪তম গোল। দর্শনীয় এই গোলের পর নাসরের ঘরের মাঠ আল আওয়ালের দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান পর্তুগিজ তারকাকে। মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে রোনালদোর মা ডোলোরেস এভেইরোর উপস্থিতির কারণে। গ্যালারিতে বসে পুত্রের অসাধারণ নৈপুণ্য দেখে গর্বে ভেসেছেন তিনি।

আরো পড়ুন:

বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো, রোনালদোর আবেগী বার্তা

ঘরের ছেলে তোরেসের হ্যাটট্রিকে উড়ে গেল ভ্যালেন্সিয়া 

 

শুক্রবার ঘরের মাঠে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। অভিষিক্তি ফরোয়ার্ড ডুরান সৌদিতে নিজের প্রথম গোলের দেখা পান। এই কলম্বিয়ান ম্যাচের ৭২ মিনিটে সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করে স্বাগতিকদের ২-০ তে এগিয়ে নেন।

ঠিক ২ মিনিট পর রোনালদোও গোল উৎসবে যোগ দেন। নাসরের রাইটব্যাক নাওয়াফ আল বোশাইল  ডানপ্রান্ত থেকে যখন মাটি কামড়ানো ক্রসটা করেন তখনও ক্যামেরার ফ্রেমেই ছিলেন না রোনালদো। অথচ বল ডি বক্সের আসতে আসতেই দৌড়ে সেই সময়ের ব্যবধান পূরণ করে নেন ৪০ বছরের বুড়ো রোনালদো। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডার ট্যাকেল করলেও ৫ বারের ব্যালন ডি-অর জয়ী বলকে ঠিকই জালে পাঠাতে সক্ষম হয়েছেন অসাধারণ দক্ষতায়।

বয়সের ভাড়ে রোনালদোর রিফ্লেকশন কমেছে, গোলমুখে নিখুঁত শর্ট নেওয়ার দক্ষতা হ্রাস পেয়েছে, হেড করতে গিয়ে প্রায় গড়মিল বাঁধান। তবে আল-ফেইহার বিপক্ষে তিনি প্রমাণ করলেন, পজিশনিংয়ে এখনও তিনি সেরাদের একজন।

এই জয়ের মাধ্যমে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। টেবিলটপার আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল। ১৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪১। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।

এই জয়ের ফলে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে তারা শীর্ষে থাকা আল ইত্তিহাদ থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। স্টেফানো পিওলির দলটি ১৯ ম্যাচ শেষে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

একঝলক (৯ এপ্রিল ২০২৫)

ছবি: মঈনুল ইসলাম

সম্পর্কিত নিবন্ধ

  • প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩.৯% থাকবে উচ্চ মূল্যস্ফীতি
  • আজ টিভিতে যা দেখবেন (১০ এপ্রিল ২০২৫)
  • বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বিশ্বমঞ্চে দেশের সম্ভাবনা তুলে ধরার অসামান্য উদ্যোগ
  • বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’
  • চার খাতে সংস্কারেই মিলবে ৩৫ লাখ কর্মসংস্থান
  • বার্নাব্যুতে ঘুরে দাঁড়াবে রিয়াল- আনচেলত্তি
  • একঝলক (৯ এপ্রিল ২০২৫)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় আবার বৃদ্ধি, ১০০ নম্বরের এমসিকিউ, মেধাতালিকা ২০০ নম্বরে
  • আজ টিভিতে যা দেখবেন (৯ এপ্রিল ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৮ এপ্রিল ২০২৫)