আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি
Published: 8th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।
এ তথ্য নিশ্চিত করেন, শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে আজ ৮.
কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। বিশেষ করে, রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে।
এনজে
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে রিট
রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন বলেও নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর পক্ষে এ রিটটি দায়ের করা হয়।
রিটকারীর পক্ষে ব্যারিস্টার ওমর ফারুক এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর প্রণীত বাহাত্তরের সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান রাখা হয়েছিল। পরবর্তীতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। এজন্য রিটে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।
তিনি জানান, বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। কার্যতালিকাভুক্ত হলে ক্রম অনুযায়ী চলতি সপ্তাহে শুনানি হতে পারে। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।