তরুণদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে রাজধানীর রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এএনএম মেশকাত উদ্দিন।

বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে পিঠা উৎসব, ফটোগ্রাফি প্রতিযোগিতা, গ্রাফিতি প্রদর্শনীসহ নানা আয়োজন ছিল। বিকেলে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয় মিউজিক ফেস্টিভ্যাল। 

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মেশকাত উদ্দিন বলেন, রয়েল বিশ্ববিদ্যালয় তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা প্রদান করছে। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.

) এ এস এম মুশফিকুর রহমান বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। মানসম্মত শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ে তারা একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। পরে উপাচার্য ‘জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস’বিষয়ক গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক দিপু সিদ্দিকী, হোটেল অ্যান্ড ট্যুরিজম বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মলয় সরকার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মুরাদ হাসান প্রমুখ। 

আরও বক্তব্য দেন দ্য নিউ স্কুল ঢাকার প্রিন্সিপাল ড. সবুজ আহমেদ, এন আই পির চিফ ইনস্ট্রাক্টর আলতাফ উদ্দীন আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিদেশে পুরস্কার পাওয়া ‘বলি’ পেল ৮ হল, ২০ হলে আবুল হায়াতের ‘দায়মুক্তি’

আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’, অন্যটি বদিউল আলম খোকন পরিচালিত ‘দায়মুক্তি’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

‘বলি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ৮টি হলে। আর রাজধানী ঢাকা ও বগুড়াসহ ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’

মুক্তির আগে ‘বলী’ সিনেমাটি বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি চলতি বছরে ঢাকা চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় সিনেমাটি। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বলী’। চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও ‘উপকূলীয় মিথ’ নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যিনি সাগরপারের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ কয়েকজন।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ‘বলী’ ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়।

অন্যদিকে বৃদ্ধাশ্রমের গল্প উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, আবুল হায়াত, দিলারা জামান, সম্পা নিজাম, সুব্রত, সূচরিতা প্রমুখ। সিনেমাটি নিয়ে পরিচালক খোকন বলেন, সিনেমাটিতে উঠে এসেছে সমাজের সমসাময়িক একটি পরিচিত গল্প। মূলধারার বাণিজ্যিক সিনেমার বাইরে সেভাবে বলতে গেলে ‘দায়মুক্তি’ আমার প্রথম গল্পভিত্তিক সিনেমা। অনেকটা দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করছি। নতুন প্রজন্মসহ সকল শ্রেণির দর্শকের সিনেমাটি দেখা উচিত।
 

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসবের নগরীতে পরিণত বরিশাল
  • জাতীয় গণিত উৎসব
  • স্বপ্ন গণিতের মধ্য দিয়ে বিশ্বজয়ের
  • রান উৎসবের ফাইনালে বরিশালের টানা দ্বিতীয় শিরোপা
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব শুরু
  • আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পিঠা উৎসব
  • এবার ওটিটিতে আসছে ফারিণ অভিনীত ‘ফাতিমা’
  • মহিলা সমিতিতে ১৪ নাটক নিয়ে উৎসব শুরু
  • বিদেশে পুরস্কার পাওয়া ‘বলি’ পেল ৮ হল, ২০ হলে আবুল হায়াতের ‘দায়মুক্তি’