ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়।

মিলিটারি পুলিশ জানিয়েছে, বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন এবং আরও ছয়জন আহত হন, যাদের মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী রয়েছেন।

আরো পড়ুন:

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ফিরে দেখা ২০২৪: বছর শেষে ৬ বিমান দুর্ঘটনা

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি ছিটকে যায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

বিমানটি ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন ছিল এবং রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গে যাচ্ছিল। এটি কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল, কিন্তু বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা দ্রুত ঘটনার তদন্ত শুরু করবে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সুন্নতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে ঝোল দেওয়ায় দুপক্ষের সংঘর্ষ

কুষ্টিয়ার কুমারখালীতে সুন্নতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিতদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড় ৩টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে ঘটে এ ঘটনা। বাড়িতে তাঁর ছেলে রাফির সুন্নতে খতনা উপলক্ষ্যে দাওয়াতের অনুষ্ঠান চলছিল।

আহতরা হলেন- উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আকবরের ছেলে মাহফুজুর রহমান শান্ত (২০) ও চান্নু হোসেন (৩৫), কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৪৫), ইয়াকুবের ছেলে জামিরুল (১৯)।

তাঁদের মধ্যে শান্তর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদুলের ছেলে রাফির সুন্নতে খতনা উপলক্ষ্যে অন্তত ৩০০ জন আত্মীয় ও প্রতিবেশীদের আমন্ত্রণ করা হয়। বিকেলে সাজানো প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছিল। সেখানে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই সন্তান শান্ত ও চান্নুসহ তার পরিবারের অনন্ত ৮ জন এক টেবিলে খাচ্ছিলেন। সেখানে খাবার পরিবেশক ছিলেন রাফির মামা শহিদুল। সেসময় চান্নু মাংসের ঝোলের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন।

শহিদুল কয়েকবার গামলা বদল করে দেন। তবে প্রত্যেকবার গামলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এরপর অজ্ঞাত একজন চেয়ার দিয়ে আঘাত করে শান্তর মাথা ফাটিয়ে দেন। এ নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আহত শান্ত বলেন, বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে আমার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। আমি থানায় মামলা করব।

সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের ধারে রাফির ছবিসহ সজ্জিত গেট। বাড়ির পেছনে বাগানের ভেতরে করা হয়েছে প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরে ভাঙা চেয়ার টেবিল পড়ে আছে। দুপক্ষের বাকবিতণ্ডা চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ভিড় করে ঝগড়া দেখছেন উৎসুক জনতা ও স্বজনরা।

এসময় রাফির বাবা রাশিদুল বলেন, মাংসের ঝোল নিয়ে প্যান্ডেলে নিজেরা নিজেরাই মারামারি ও ভাঙচুর করেছে। অনুষ্ঠানের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। আমি শান্তি চাই।

আহত চান্নু হোসেন বলেন, চাচাতো ভাইয়ের ছেলে রাফির সুন্নতে খতনার অনুষ্ঠানে এসেছিলাম। মাংস চাওয়ায় রাফির মামা শহিদুল ও তার লোকজন আমাদের ব্যাপক পিটিয়েছে। মাথা ফাটিয়েছে। আমরা বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে রাফির মামা শহিদুল বলেন, বারবার মাংসের গামলা বদল করে দেওয়ার পরও চান্নু অভিযোগ করতে থাকেন। এ নিয়ে তর্কাতর্কি করতে করতে চান্নুরা আমাকে মারধর করে জামা ছিঁড়েছেন, মেরে চোখ ফুলিয়ে দিয়েছেন। ভিড়ের মধ্যে কে কার মাথা ফাটিয়ে তা জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, অনুষ্ঠান বাড়িতে বিকেলে সাধারণত ভাল খাবার থাকে না। অতিরিক্ত ঝোলের মাংসই থাকে। এ নিয়ে নিজেরা নিজেরা ভাঙচুর ও মারামারি করেছে। বিষয়টি দুঃখজনক।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার উপপরিদর্শক মো. সোহাগ শিকদার বলেন, সুন্নতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিতদের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ