বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করে গ্রেপ্তার ও দণ্ডের শিকার হয়ে আমিরাতফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন। সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা ও পাসপোর্ট থেকে নো-এন্ট্রি তুলে নেওয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন তারা। দাবি না মানলে তারা আগামীকালের পর ‘রেমিট্যান্স শাটডাউন’ করার হুমকিও দেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।

আমিরাতফেরত প্রবাসীরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে মিছিল করেন তারা। আমিরাতের আওয়ামী লীগ নেতারা মিছিলের সঙ্গে সম্পৃক্তদের তালিকা তৈরি করে দেশে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠায়।

আমিরাতফেরত খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা দেশের মানুষের সঙ্গে একাত্মতা করে ওখানে আন্দোলন করেছিলাম। আজ দেশে এসে মানবেতর জীবনযাপন করছি। প্রবাসী আমিনুল ইসলাম বলেন, প্রবাসীরা হাইকমিশনের কোনো সাহায্য পান না। হাইকমিশন ও সেখানকার আওয়ামী লীগের তথ্যে আমরা গ্রেপ্তার হয়েছিলাম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র ত

এছাড়াও পড়ুন:

ফার্মগেটে ব্যাগের ভেতর ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশ

রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে একটি ব্যাগে ককটেলসদৃশ বস্তু দেখার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশকে এ খবর জানানো হয়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

বোম ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো ককটেল কি না, সে বিষয়ে জানা যাবে।মো. ইবনে মিজান, ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার

ইবনে মিজান প্রথম আলোকে বলেন, আজ দুপুরে আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো ব্যাগে ককটেলসদৃশ বস্তু রয়েছে, স্থানীয় ব্যক্তিরা এমন খবর পুলিশকে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

ডিসি ইবনে মিজান আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো ককটেল কি না, সে বিষয়ে জানা যাবে।

ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে ফার্মগেটে উৎসুক জনতার ভিড়

সম্পর্কিত নিবন্ধ