সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীন ফোনের ৫৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.

৬৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৪২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১.৯৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-মিডল্যান্ড ব্যাংকের ৪১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪১ কোটি ৪৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৪১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩৯ কোটি ৪৫ লাখ টাকা, অগ্নী সিস্টেমসের ৩৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৩৭ কোটি ৭৩ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ল খ ৫০ হ জ র ট ক

এছাড়াও পড়ুন:

আমাদের সময়ের মফস্বল সম্পাদকের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রতিনিধির শোক ও দোয়া কামনা

দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। 

এদিকে কমর শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত চেয়ে দোয়া কামনা  করেছেন দৈনিক আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব।

তিনি বলেন কমর শাহজাহান দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক যুগেরও বেশি সময় ধরে কাজ করার সুবাদে তার সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরী হয়েছিলো। 

তার মৃত্যুতে সাংবাদিকতায় একজন অভিভাবক হারালাম। পরিশেষে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এমরান আলী সজীব।
 

সম্পর্কিত নিবন্ধ