Risingbd:
2025-03-10@13:13:22 GMT

টিভিতে আজকের খেলা

Published: 8th, February 2025 GMT

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
গল টেস্ট 
তৃতীয় দিন
শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া
সরাসরি, সকাল ১০টা ৩০ মিনিট; 
সনি স্পোর্টস টেন ৫।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ
পাকিস্তান-নিউজিল্যান্ড
সরাসরি, বিকেল ৩টা;
টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস।

এসএ২০ ফাইনাল
কেপটাউন-ইস্টার্ন কেপ
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ফুটবল
এফএ কাপ 
লেটন ওরিয়েন্ট-ম্যান সিটি
সরাসরি, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট;
সনি স্পোর্টস টেন ২।

বার্মিংহাম-নিউক্যাসল
সরাসরি, রাত ১১টা ৪৫ মিনিট;
সনি স্পোর্টস টেন।

ব্রাইটন-চেলসি
সরাসরি, রাত ২টা;
সনি স্পোর্টস টেন ২।

জার্মান বুন্দেসলিগা 
বরুসিয়া ডর্টমুন্ড-স্টুটগার্ট
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস টেন ২।

সৌদি প্রো লিগ 
দামাক-আল হিলাল
সরাসরি, রাত ১১টা; 
সনি স্পোর্টস টেন ৫।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল স প র টস ট ন

এছাড়াও পড়ুন:

ধর্ষণ-নির্যাতন-হেনস্তার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের উপর নির্যাতন, নিপীড়ন , ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল। 

সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার সময়ে সোনারগাঁ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্যে নারীদের নিরাপত্তা দেওয়ার জোরদার দাবি জানায়।

বক্তব্যে বক্তরা বলে, ২৪ এর নতুন দেশে আমরা শান্তি শৃঙ্খলার প্রত্যাশা করি৷ অথচ আমাদের মা-বোনরা রাস্তাঘাটে অনিরাপদ। তাদের উপর ঝাপিয়ে পড়ছে নরপিশাচরা। আমরা প্রত্যেকটা ধর্ষণের যথাযথ বিচার চাই। বর্তমানে শিশুরাও নিরাপদ নাই, বগুড়ার ৮ বছর বয়সী ছোট্ট বাচ্চাকে অমানবিকভাব ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার অপরাধীদের অতি দ্রুত ফাঁসি দেওয়া লাগবে সরকারকে। 
তারা আরও বলে, ৬ মাস অতিবাহিত হওয়া সত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে সরকার। যেখানে সেখানে মব ঘটছে। এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ শিকদার, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু, মাহমুদা আক্তার ও হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা হোসাইন মাহামুদ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ