ছাত্র-জনতার অভ্যুত্থানের ছয় মাস পর এসে রাজধানী ঢাকাসহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, তা বিএনপির নীতিনির্ধারণী নেতারা সমর্থন করেন না। তাঁরা সন্দেহ করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের এত দিন পর এসব ভাঙচুর-বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে।

গতকাল শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতিনির্ধারণী নেতারা ধানমন্ডির ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিএনপির সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে স্থায়ী কমিটি আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সাক্ষাতে বিএনপি দলীয়ভাবে উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গেও একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। এর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে আছেন। আগামীকাল রোববার বিকেল নাগাদ তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে তাঁরা থাকতে পারেন।

তাঁরা সন্দেহ করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের এত দিন পর এসব ভাঙচুর-বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে।ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালেও ভাঙচুর চলে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

১১০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেল বাংলাদেশি স্টার্টআপ ‘শপআপ’

বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপ। প্রতিষ্ঠানটি ১১০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সংগ্রহের পাশাপাশি সৌদি আরব-ভিত্তিক বিটুবি পরিসেবা ও মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম সেরের সঙ্গে কৌশলগতভাবে একীভূত হয়েছে। সেরে বর্তমানে মধ্যপ্রাচ্য (জিসিসি) অঞ্চলে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় একথা জানায়।

এটি বাংলাদেশের কোনো স্টার্টআপের পক্ষে এখন পর্যন্ত অর্জিত অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থায়ন সংগ্রহের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই মুহূর্তটি শুধুমাত্র একটি অর্থায়নের খবর নয়—এটি স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে যে, বাংলাদেশের স্টার্টআপগুলো এখন বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান নিতে প্রস্তুত।

এই গতিকে ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক এক যুগান্তকারী স্টার্টআপ অর্থায়ন উদ্যোগ ৮০০ কোটি টাকা (প্রায় ৬৬ মিলিয়ন ডলার) ইক্যুইটি ফান্ড এবং ৪০০ কোটি টাকা (প্রায় ৩৩ মিলিয়ন) ঋণ সহায়তা ঘোষণা করেছে।

এই তহবিলটি প্রারম্ভিক ও বিকাশধর্মী পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে, যা স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবন, প্রসার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সক্ষম করে তুলবে।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ