ভাঙচুর–বিশৃঙ্খলার পেছনে নানা সন্দেহ বিএনপির
Published: 8th, February 2025 GMT
ছাত্র-জনতার অভ্যুত্থানের ছয় মাস পর এসে রাজধানী ঢাকাসহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, তা বিএনপির নীতিনির্ধারণী নেতারা সমর্থন করেন না। তাঁরা সন্দেহ করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের এত দিন পর এসব ভাঙচুর-বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে।
গতকাল শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতিনির্ধারণী নেতারা ধানমন্ডির ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিএনপির সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে স্থায়ী কমিটি আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সাক্ষাতে বিএনপি দলীয়ভাবে উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গেও একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। এর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে আছেন। আগামীকাল রোববার বিকেল নাগাদ তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে তাঁরা থাকতে পারেন।
তাঁরা সন্দেহ করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের এত দিন পর এসব ভাঙচুর-বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে।ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালেও ভাঙচুর চলে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
আড়াইহাজার উপজেলা জামায়াতের সৌজন্যে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বাকির আহমেদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন, আড়াইহাজারের সাবেক আমির মোতাহার হোসেন, আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, মো: বাদল আহমেদ, আল আমিন ভুইয়া, মো. জিয়াউর রহমান, মোস্তফা কামাল, মো. শাহজাহান সিরাজ, মনিরুজ্জামান সরকার, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম, ছাইদুল হাসান, মো. শরিফ ভুইয়া, জিহাদ মিয়া ও সোহান মিয়া । পরে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।
প্রধান অতিথি মমিনুল হক বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায় তবে সাংবাদিকরা শান্তিপ্রিয় ভাবে কাজ করতে পারবে।
তিনি বলেন, কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে সাংবাদিকগণ স্বাধীনভাবে কাজ করার পথ সুগম হবে, মিডিয়ার ওপর কোনো ধরণের হস্তক্ষেপ থাকবেনা।