কক্সবাজারে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে লুট করা মাছসহ ১৮ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়। এ সময় ‘এফবি মায়ের দোয়া ১৭৯’ নামে একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়, যেখানে লুট করা মাছ ছিল। পরে জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামে তোলা হলে মাছ ব্যবসায়ী নাছির উদ্দীন ২ লাখ ৮০ হাজার টাকায় মাছগুলো ক্রয় করেন।

কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড জানায়, গত বুধবার রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূরে সাগরে মাছ ধরার সময় একটি মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এ সময় জলদস্যুরা ওই ট্রলারের জেলে বেলালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং অন্য জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলারটিতে থাকা মাছ, ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়। এরপর দস্যুরা ট্রলারের ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায়।

পরে দস্যুদের কবলে পড়া জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে মহেশখালী থেকে অন্য একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার পর অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করে কোস্টগার্ড।

কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, গত তিন মাসে সাগরে মাছ ধরতে গিয়ে ৫০টির বেশি মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়েছে। দস্যুবাহিনীর গুলিতে এক জেলে নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

তিনি অভিযোগ করেন, মহেশখালীর সোনাদিয়া দ্বীপকে জলদস্যুরা প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, আর কিছু অসাধু মাছ ব্যবসায়ী বেশি মুনাফার লোভে জলদস্যুদের লুট করা মাছ কিনে নিচ্ছেন। তিনি জলদস্যুদের পাশাপাশি এই অসাধু ব্যবসায়ী ও দস্যুদের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

আটক ১৮ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/তারেকুর/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ট কর

এছাড়াও পড়ুন:

ধূমপান ইস্যুতে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

তবে গ্রেপ্তার নাকি আটক সেটি নিয়ে এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বক্তব্য জানা সম্ভব হয়নি। রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ডিএমপির একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ এরপর তিনি গায়ক ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার উল্লেখ না করে হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।

এর আগে ১ মার্চ শনিবার সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে এক তরুণী ধূমপান করতে থাকলে স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন। এ হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর উত্ত্যক্তকারীর বিচার চেয়ে বেশ কদিন উত্তপ্ত থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে নারী অধিকার কর্মীদের।

সম্পর্কিত নিবন্ধ