হামাস আজ ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে
Published: 8th, February 2025 GMT
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা তিনজনকে আজ শনিবার মুক্তি দেবে হামাস। হামাসের পক্ষ থেকে এই তিনজনের নাম জানানো হয়েছে। সেই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের কারাগারগুলোয় বন্দী থাকা ১৮৩ জন ফিলিস্তিনিকেও আজ মুক্তি দেওয়া হবে।
হামাসের পক্ষ থেকে যে তিনজনের নাম জানানো হয়েছে, তাঁরা সবাই বেসামরিক ব্যক্তি। তাঁরা হলেন এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি।
হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। বলা হয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে।
এর আগে গতকাল জিম্মি ও নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফোরামের পক্ষ থেকেও তাঁদের তিনজনের মুক্তির খবরকে স্বাগত জানানো হয়েছে।
গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। জিম্মি করে গাজায় আনা হয় ২৫১ জনকে। নিহত হন ১ হাজার ২০০ মানুষ। ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় যুদ্ধ।
এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় অন্তত ৪৭ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এর কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর গত সপ্তাহে গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন। গাজা খালি করতে চান তিনি। ট্রাম্পের এ পরিকল্পনার কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও আরব দেশগুলো।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে: নেতানিয়াহুর নতুন তত্ত্বফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশট্রাম্পের গাজা পরিকল্পনা সফল হবে না, তবে এর প্রভাব থাকবেগাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজের দলেই বিভক্তি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বইমেলায় ইমরুল ইউসুফের ‘ক্যাম্পাসাণুকাব্য’
প্রকাশিত হয়েছে কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফের নতুন অনুবই ‘ক্যাম্পাসাণুকাব্য’। ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন এটি।
ক্যাম্পাসাণুকাব্যের প্রেক্ষাপট: ক্যাম্পাস মানে শুধুমাত্র ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন নয়। ক্যাম্পাস মানে বন্ধুদের সঙ্গে হইচই, আড্ডা, খুনসুটি আর ঝগড়া। ক্যাম্পাস মানে গণরুমের নিত্য ব্যবহার্য জিনিসের মালিকানাহীন ব্যবহার, ছারপোকার কামড়; ক্যান্টিনের পাতলা ডাল। ক্যাম্পাস মানে কারও প্রতি বিশেষ মুগ্ধতা, তুমুল প্রেমে ভেসে যাওয়া দিন। ক্যাম্পাস জীবনের এমনই অসংখ্য অম্ল মধুর গল্প, নিত্যদিনের চেনা ঘটনা নিয়ে ইমরুল ইউসুফ লিখেছেন ‘ক্যাম্পাসাণুকাব্য’।
পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশ হয়েছে। বইটির প্রতিটি অণুকাব্যই পাঠকের সামনে মেলে ধরবে ঘটমান চিরচেনা দৃশ্য কিংবা খুলে দেবে ফেলে আসা স্মৃতির ঝাঁপি।
আরো পড়ুন:
অসহায়ত্ব থেকেও নতুনের মতো কিছু জন্মাতে পারে: আনিফ রুবেদ
বইমেলায় ভ্রমণগদ্য ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’
প্রাপ্তিস্থান: প্যাভিলিয়ন নম্বর ২৯
বইয়ের গায়ের দাম: ২০০ টাকা
বিক্রয় মূল্য: ১৫০ টাকা
বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ।
ঢাকা/লিপি