নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোনারগাঁয়ে নিহতরা হলেন– গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলী (৩৫), তাঁর পাঁচ বছরের ছেলে আরিয়ান আহম্মেদ রাফি এবং রংপুরের পীরগাছা উপজেলার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, বিকেলে মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকাগামী লেনে একটি দ্রুতগতির বাসের সঙ্গে উল্টো পথে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মা-ছেলে ও চালক মারা যান। বাস জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ৫ নম্বর ব্রিজের ধলাটেংগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রাকিব (২৬) ও রিজভী (২৮)। তাদের বাড়ি টাঙ্গাইল সদরের নগর জৈলফ এলাকায়। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

রাজধানীর মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় সাকিব আল হাসান (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বিকেলের এ ঘটনায় আহত হয়েছেন ওই তরুণের সঙ্গে মোটরসাইকেলে থাকা দু’জন।

নিহত তরুণের আত্মীয় শরিফ মিয়া জানান, জর্দা তৈরির একটি কারখানায় কাজ করতেন সাকিব। তিনি মাতুয়াইলের দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল বিকেলে দু’জনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। এক পর্যায়ে মাতুয়াইলের হাসেম রোডে বেপরোয়া গতির বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সাকিকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরার শ্যামনগরে নিহত ব্যক্তির নাম হযরত আলী (৫৫)। তাঁর বাড়ি নকিপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী আব্দুস সাত্তার জানান, সকালে বাজার নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন হযরত আলী। এ সময় দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে নকিপুর বাজারের দিকে যাচ্ছিল। পৌর সদরের মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনে সড়কের বাঁকানো অংশে পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন হযরত আলী। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্যা জানান, ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিনিধি)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এল ক য় স ঘর ষ উপজ ল সড়ক র

এছাড়াও পড়ুন:

শ্যামনগরে জামায়াত নেতাকর্মীদের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সংগ্রহের সময় তপন কুমার বিশ্বাস ও সাহেব আলী নামে দুই সাংবাদিককে জামায়াত নেতাকর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি নীলডুমুর এলাকায় ঘটনাটি ঘটে। সুন্দরবন থেকে মধু সংগ্রহ নিয়ে বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গেলে তারা এমন ঘটনার শিকার হন। তপন কুমার এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি। সাহেব আলী দৈনিক প্রবর্তন পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

তপন কুমার জানান, সম্প্রচার হওয়া একটি সংবাদ নিয়ে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন। সোমবার বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নীলডুমুর রেঞ্জ কার্যালয়ে গেলে নজরুল ইসলামসহ ১০ থেকে ১২ জন তাদের লাঞ্চিত করেন। এ সময় বুড়িগোয়ালীনির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল জলিল মেম্বর, দিদারুল ও হাফেজ শহিদুল ইসলাম ধাক্কা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ তাদের মারধর করতে উদ্যত হন। অন্য সংবাদকর্মীরা এগিয়ে গেলে তাদের সঙ্গেও দিদারুল, জলিলরা দুর্ব্যবহার করেন বলে তিনি অভিযোগ করেন। 

অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম জানান, মানহানিকর একটি নিউজ নিয়ে সমস্যা হলেও বিষয়টি ঊর্ধ্বতন নেতারা দেখছেন। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেননি দাবি করে তিনি বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি আগের একটি বিষয় নিয়ে উত্তেজিত হওয়ার চেষ্টা করলেও তিনি নিবৃত্ত করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, উপজেলা জামায়াতের আমির ঘটনাটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত নিবন্ধ

  • শ্যামনগরে জামায়াত নেতাকর্মীদের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত