তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালক
Published: 8th, February 2025 GMT
দক্ষিণ ভারতীয় সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ৩৪ বছর বয়সী এই সংগীত পরিচালক দক্ষিণি নির্মাদের প্রথম পছন্দ। পারিশ্রমিকও নিয়ে থাকেন অনেক। তিনি নাকি এ আর রাহমানের চেয়ে বেশি পারিশ্রমিক নেন। অনিরুদ্ধের সুরের জাদুতে আজ মুগ্ধ তরুণেরা। রজনীকান্ত, বিজয়, কমল হাসানসহ আলোচিত অভিনেতার একাধিক তামিল সিনেমাতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনিরুদ্ধ। এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালকও তিনি।
হিন্দু টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যালবামপ্রতি অনিরুদ্ধ এখন ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন।যেখানে এ আর রহমান ৭ কোটি রুপি নিয়ে থাকেন। এরই মধ্যে অনিরুদ্ধ বলিউডেরও কাজ করে ফেলেছেন। তা–ও আবার শাহরুখ খানের সঙ্গে। ‘বাদশাহ’র ‘জওয়ান’-এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন অনিরুদ্ধ।
জানা গেছে, জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবরা’ সিনেমাতে অনিরুদ্ধের গান রয়েছে। তার সুর করা গানগুলো বেশির ভাগই সুপারহিট।
আরো পড়ুন:
‘চিচিং ফাঁক’ এ প্রিয়াঙ্কা সরকার
ঘরে বসেই দেখা যাবে ‘ প্রিয় মালতী’
শ্রীকান্ত ওদেলা এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অনিরুদ্ধের আবহ সংগীত অ্যাকশন দৃশ্যে তীব্রতা যোগ করেছে। না হলে এই মুহূর্তগুলো এতটা জমত না।’
২০১২ সালে ‘৩’ সিনেমার ‘হোয়াই দিজ কোলাবেরি ডি’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ। এরপর থেকেই তার ক্যারিয়ারের গ্রাফ শুধুই এগিয়ে গিয়েছে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১