বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বছরজুড়েই বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কিছুদিন আগে ভারতের শত্রুদেশ পাকিস্তানে গিয়ে সেখানকার এক নাগরিককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন রাখি। এ নিয়ে জলঘোলা কম হয়নি। এবার পাকিস্তানের এক মুফতি রাখিকে বিয়ের প্রস্তাব দিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন ডটকম জানিয়েছে, রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছেন মুফতি আব্দুল কাভি। উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ডের জন্য পরিচিত তিনি। কান্দিল বালুচের মামলায়ও নাম জড়িয়েছিল তার।
মুনিজায় মঈনের একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নানা বিষয়ে কথা বলেন পাকিস্তানি মুফতি কাভি। এক পর্যায়ে রাখি সাওয়ান্তের প্রসঙ্গ উঠে আসে। এরপর মুফতি কাভি বলেন, “আমি বিয়ের জন্য এখনই প্রস্তুত। কিন্তু একটি শর্ত আছে। তাহলো— তাকে বিয়ের জন্য প্রথমে আমি আমার মায়ের অনুমতি নেব। যদি তিনি অনুমতি দেন তবেই বিয়ে করব। কারণ এটি তার (মা) আদেশ।”
আরো পড়ুন:
চতুর্থ বিয়ের স্বপ্ন দেখেন ছেষট্টির লাকি আলী
নায়ক শাহরুখ, তবু অভিনয়ের প্রস্তাব ফেরান কাজল
মুফতি কাভির বিয়ের প্রস্তাব রাখি সাওয়ান্ত পর্যন্ত পৌঁছেছে। এ নিয়ে নিজের সিদ্ধান্তের কথাও প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় রাখি বলেন, “আমি একজন মাওলানাকে বিয়ে করতে আগ্রহী। কারণ আমার বোন সানা খানও একজন মুফতিকে বিয়ে করেছেন।”
২০১৯ সালে ব্যবসায়ী রীতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান রাখি। যদিও অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের বিষয়টি বানিয়ে বলেছেন এই অভিনেত্রী। ভক্তদের অনুরোধে ২০২১ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে সর্বপ্রথম স্বামীকে প্রকাশ্যে আনেন। পরবর্তীতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রাখি সাওয়ান্ত।
২০২৩ সালে আদিল ডুরানিকে বিয়ে করেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। প্রিয় মানুষকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম বদলে রাখেন— ফাতিমা। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে ভেঙে যায় তাদের সংসার। এ নিয়ে কাদাছোড়াছুড়ি কম হয়নি। রাখির দায়েরকৃত মামলায় জেলও খাটতে হয়েছে আদিলকে। আপাতত রাখি সিঙ্গেল।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ
যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধ অভিবাসীকে। গতকাল বুধবার তাদের নিয়ে অমৃতসর বিমান বন্দরে নামে মার্কিন সামরিক বাহিনীর সি-১৭ বিমান।
নির্বাসিত ভারতীয় নাগরিকরা অভিযোগ করেছেন, তাদের পুরো যাত্রা জুড়ে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভারতীয়দের তালিকায় রয়েছেন যশপাল সিং। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, “অমৃতসর বিমানবন্দরে অবতরণের পরে শিকল খুলে ফেলা হয়েছিল।”
যশপাল পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তার কথায়, “আমরা ভেবেছিলাম আমাদের অন্য কোনো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর একজন পুলিশ কর্মকর্তা আমাদের জানান যে, আমাদের ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের হাতকড়া পরানো হয়েছিল এবং আমাদের পায়ে শিকল বাঁধা ছিল। অমৃতসর বিমানবন্দরে নামার পরে শিকল, হাতকড়া খোলা হয়।”
গত ২৪ জানুয়ারি মেক্সিকো সীমান্তে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন যশপাল। তার দাবি, একজন ট্রাভেল এজেন্ট তাঁকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন।
যশপাল আরো বলেন, তাকে ১১ দিন ধরে যুক্তরাষ্ট্রে আটক রাখা হয়েছিল এবং তারপর তাকে দেশে ফেরত পাঠানো হয়।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতি জারি করেছেন। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীর প্রথম ব্যাচে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, তিনজন মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের এবং দুজন চণ্ডীগড়ের। নির্বাসিতদের মধ্যে ১৯ জন নারী এবং ১৩ জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন, তাদের মধ্যে চার বছরের একটি ছেলে এবং পাঁচ ও সাত বছরের দুটি মেয়ে রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যাওয়ার মাত্র কয়েকদিন আগে অবৈধ ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঘটনা ঘটল।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা ভারতে ফেরত পাঠানোর জন্য ১৮ হাজার অবৈধ ভারতীয়ের একটি তালিকা প্রস্তুত করেছেন।
ঢাকা/ফিরোজ