আগামী সপ্তাহের ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এমন কথা জানান।  

এ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে মিশ্রি বলেন, “বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে থেকে কোনো কিছুই বলা সম্ভব নয়। তবে ওই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিষয়টিও উত্থাপন হতে পারে।” 

ছাত্রজনতার অভ্যুত্থানে গতবছর ৫ অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য রাখাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই বিষয়টি সামনে এলো।

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা এবং ভারতীয় মিশনগুলোতে নিরাপত্তার বিষয় সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব বলেন, “এই ইস্যুতে ভারতের তরফে আগেই বিবৃতি প্রকাশ করা হয়েছে। এছাড়া, বাংলাদেশে ভারতীয় ডিপ্লোম্যাটিক মিশনে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি স্বাগতিক দেশের সরকারের ওপর বর্তায়। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ সরকারও তাদের দায়িত্ব সম্পর্কে অবগত রয়েছে।”

ঢাকা/সুচরিতা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়ন হয়ে কতো টাকা পেল ভারত? নিউ জিল্যান্ড পেল কতো?

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (০৯ মার্চ, ২০২৫) অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এক যুগ পর ফের এই ট্রফির স্বাদ পেল তারা। এটি ছিল ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা।

শিরোপার সঙ্গে বিশাল অঙ্কের প্রাইজমানি যোগ হয়েছে ভারতের ঝুলিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দল হিসেবে তারা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা (ডলারপ্রতি ১২২ টাকা হিসাবে)।

ফাইনালে হেরে রানার্স-আপ হওয়া নিউ জিল্যান্ডও পেয়েছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। রানার্সআপ হওয়ায় তারা পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

আরো পড়ুন:

অবসর ভেঙে ফিরেই ২৮ বলে ১৫ ছক্কায় ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

চ্যাম্পিয়নস ট্রফির পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি না থাকায় অসন্তোষ

আইসিসি আগেই ঘোষণা করেছিল যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাইজমানির পরিমাণ বাড়ানো হবে। শেষবার এই টুর্নামেন্ট হয়েছিল ২০১৭ সালে। ৮ বছর পর হওয়া এবারের আসরে পুরস্কারের পরিমাণ ৫৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বাকি দলগুলোর প্রাপ্তি কত?
সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে।
পঞ্চম ও ষষ্ঠ স্থান পাওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে।
সপ্তম ও অষ্টম স্থান অধিকারীরা পেয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার করে।
প্রত্যেক অংশগ্রহণকারী দল পেয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।  

বাংলাদেশের প্রাপ্তি কেমন?
আর্থিক দিক থেকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খুব একটা খারাপ যায়নি। তিন ম্যাচে দুই হারে ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে বিদায় নেয় বাংলাদেশ। তবে অংশগ্রহণ ফি’র পাশাপাশি কোনো জয় ছাড়াই বাংলাদেশ পেয়েছে প্রায় আড়াই কোটি টাকা। সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্ত প্রাইজমানি দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ