আর ১১ দিন পরেই চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের সেই বৈশ্বিক টুর্নামেন্টের আগে মূল আয়োজক পাকিস্তানে আজ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় এক ওয়ানডে টুর্নামেন্ট। পাকিস্তান ছাড়াও যে টুর্নামেন্টে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট ফিরিয়ে এনেছে প্রায় ভুলতে বসা ‘ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ’ কথাটা।

এবারের আগে সর্বশেষ কবে ত্রিদেশীয় সিরিজ হয়েছে মনে আছে? একটু সাহায্য করা যাক। ওয়ানডেতে বাংলাদেশের পুরুষ দলের নামের পাশে ‘চ্যাম্পিয়ন’ শব্দটা যে সেই একবারই বসেছে।

হ্যাঁ, ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত সেই ত্রিদেশীয় সিরিজই সর্বশেষ তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট হয়েছিল। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও টুর্নামেন্টে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের মালাহাইডে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর গত ছয় বছরে টি-টোয়েন্টির চাপে হারিয়ে গিয়েছিল ত্রিদেশীয় সিরিজ।

অথচ একটা সময় অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতই বসত তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। ওয়ানডে ইতিহাসে এ পর্যন্ত ১২১টি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছে। এর ৫৫টিই হয়েছে এই দুই দেশে—অস্ট্রেলিয়ায় ৩১টি ও আমিরাতে ২৪টি।

সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অ্যানফিল্ড কঠিন জায়গা জেনেও দারুণ কিছুর আশায় পিএসজি

‘এই ম্যাচটা যদি ড্র-ও হতো, আমরা নিজেদের ভাগ্যবান মনে করতাম।’

প্যারিসে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগটা শেষে বলেছিলেন লিভারপুল কোচ আর্নে স্লট। যে ম্যাচে গোলের জন্য পিএসজির ২৮টি শটের বিপরীতে লিভারপুলের শট ছিল মাত্র ২টি, সেটা ড্র হলে লিভারপুল নিজেদের ভাগ্যবান মনে করারই কথা।

তবে বিস্ময়করভাবে ওই ম্যাচ শেষে শুধু ড্রয়ের সন্তুষ্টি নয়, লিভারপুল প্যারিস থেকে ফিরেছিল জয়ের বিশাল আনন্দ নিয়ে। গোলরক্ষক আলিসন বেকারের অতিমানবীয় পারফরম্যান্স ও শেষ সময়ে হার্ভি এলিয়টের ১ গোলে ম্যাচটা লিভারপুল জিতেছিল ১-০ ব্যবধানে। এমন এক জয়ের পর অ্যানফিল্ডে আজ ফিরতি লেগে লিভারপুল নিশ্চিতভাবেই ফেবারিট, সেটা বোধ হয় না বললেও চলে।

আরও পড়ুনবিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা১১ ঘণ্টা আগে

ওদিকে নিজের মাঠে এমন দুর্দান্ত খেলেও হেরে যাওয়ায় পিএসজি খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে একটা বড় ধাক্কা খেয়েছে। তাই বলে ফিরতি লেগটা খেলার আগেই হাল ছেড়ে দিতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। বরং প্রথম লেগের পারফরম্যান্সকেই প্রেরণা হিসেবে নিতে চান তিনি, ‘যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারি, তাহলে পরের রাউন্ডে যেতেই পারি। অবশ্যই, খেলার জন্য অ্যানফিল্ড একটা কঠিন জায়গা। কিন্তু আমরা সেখানে যাব এবং আবারও আমাদের মতোই খেলব। আগেও এ রকম ব্যবধান ঘুচিয়ে আমরা ফিরে এসেছি, আবারও সেই চেষ্টা করার জন্যই সেখানে যাব।’

গতকাল লিভারপুল খেলোয়াড়দের অনুশীলন

সম্পর্কিত নিবন্ধ