দেশের আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। লুট হয়েছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর উপশহরের তিনতলা বাড়িটি ভেঙে ফেলা হয়।

এদিকে গতকাল শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দাখিনখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও স্থানীয়দের সঙ্গে একদল লোকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়ি এবং কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল বিকেলে কালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতার শেখ মুজিব টাওয়ারের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গুঁড়িয়ে দেওয়া ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ও সুধা সদনে গতকাল শুক্রবারও চলেছে লুটপাট। রাজধানীর বনানীতে আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য শেখ সেলিমের চার তলা বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দেশজুড়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে 

একাধিক সংস্থা ও বিশিষ্টজন বিবৃতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

ধানমন্ডি ৩২ ও  সুধা সদনে এখনও লুটপাট
হাতে শাবল, হাতুড়ি ও করাত। গতকাল শতাধিক নিম্ন আয়ের মানুষ এভাবে ভিড় জমায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। উদ্দেশ্য বিধ্বস্ত ভবনগুলো থেকে রড, কাঠ, ইলেকট্রিকের যন্ত্রাংশ ও ইট খুলে নেওয়া। সারাদিন চলে তাদের তৎপরতা। অন্যদিকে একই এলাকার ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ভাঙচুর থামলেও দিনভর চলে শেষ সময়ের লুটপাট। টানা তিন দিন ধরে এই দুই ভবনে চলছে ভাঙচুর ও লুটপাট।

সরেজমিন ৩২ নম্বরের বাড়ির সামনে দেখা মেলে হাজারো মানুষের। তাদের বেশির ভাগ এসেছিলেন বাড়িটির ধ্বংসের চিত্র দেখতে। সন্ধ্যায়ও বাড়িটি ঘিরে ছিল উৎসুক মানুষের ভিড়। গাড়ি ও মোটরসাইকেলে তাদের অনেকে এসেছিলেন দূর-দূরান্ত থেকে। তারা ভাঙা বাড়ির ভেতর ও আশপাশে ঘুরে দেখেছিল। মোবাইল ফোনে ছবি তোলার পাশাপাশি অনেকে করছিলেন ভিডিও।

সুধা সদনে ভিড় নেই, আছে লুটপাট
আশপাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানান, আগের দু’দিন ভবনটি ঘিরে উৎসুক মানুষের ব্যাপক ভিড় ছিল। কিন্তু শুক্রবার তেমন কাউকে দেখা যায়নি।
অবশ্য ১০ থেকে ১২ শ্রমজীবীকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া চার তলা ভবনের ভেতরে শেষ সময়ের লুটপাটে অংশ নিতে দেখা যায়। প্রবেশপথে দুই নারী ব্যস্ত ছিলেন পুড়ে যাওয়া কাঠ আর টুকরো লোহা সংগ্রহে। তারা জানান, এগুলো বাড়ি নিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করবেন।

ভবনটির সিঁড়ি বেয়ে ওপরে উঠে প্রতিটি কক্ষে আগের দিনের পোড়া ও ভাঙচুরের চিহ্ন চোখে পড়ে। এর মধ্যে দুই যুবক দোতলা থেকে ভারী একটি কাঠের শোকেস ধরাধরি করে নিচে নামানোর চেষ্টা করছিলেন। তারা জানালেন, কিছু তো আর অবশিষ্ট নেই। এই ভাঙাচোরা শোকেসটি যদি বেচে কিছু পাওয়া যায়।

আ ক ম মোজাম্মেলের বাড়িতে হামলা, আহত ১৫
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গতকাল রাত ১০টার দিকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার পর থেকে মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়ির আশপাশে বহিরাগত কিছু লোক ঘোরাফেরা করতে থাকে। পরে তারা ভাঙচুর শুরু করে। তখন ‘ডাকাত এসেছে’ বলে পাশের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকার লোকজন প্রতিরোধ করতে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। স্থানীয়রা এ সময় তিনজনকে আটক করে রাখে।

আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবির ও হিমেলসহ গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আটকে রাখা তিনজনকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে গাজীপুর সদর থানার ওসি আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

শুধু অবকাঠামো দাঁড়িয়ে শেখ সেলিমের বাড়ির
লোহার তৈরি বড় ফটক মাটিতে পড়ে আছে। উৎসুক জনতা রাস্তায় দাঁড়িয়ে দেখছে ভাঙচুর করা পোড়াবাড়ি। তিন তলা থেকে গতকাল দুপুর সাড়ে ১২টায়ও বের হচ্ছিল ধোঁয়া। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর এফ ব্লকের ২/এ নম্বর সড়কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের চার তলা এ বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

গতকাল দুপুর সাড়ে ১২টায় সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে ১০-১২ উৎসুক মানুষ। তাদের মধ্যে ৫-৬ জন ভবনের ভেতরে ঢোকেন। তাদের সঙ্গে এ প্রতিবেদকও প্রবেশ করেন। সিঁড়ি বেয়ে তিন তলায় দেখা যায়, দুই পাশে চারটি কক্ষ ও মাঝখানে বড় ড্রয়িং রুম। পুরো ভবনে কোনো আসবাব অক্ষত নেই। কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। সাদ্দাম নামে এক তরুণ মোবাইল ফোনে ভিডিও করছিলেন। তিনি জানান, বনানীতে শেখ সেলিমের মেয়ের বাড়ির দারোয়ান তিনি। পোড়া ভবনটির অবস্থা দেখতে এসেছেন।

আশপাশের ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ছাত্র-জনতা ভবনে ভাঙচুর ও তিন তলায় আগুন ধরিয়ে দেয়। প্রায় আধা ঘণ্টা পর তারা চলে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আসেনি। পরে আশপাশের ভবনে ছড়িয়ে পড়া ঠেকাতে স্থানীয়রা আগুন নেভান।

দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপশহরের তিন তলা বাড়িটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে একদল লোক। সামনের অংশ ভেঙে তারা ফিরে যান। গতকাল সকালে বাড়ির সামনে অনেক কৌতূহলী মানুষকে দেখা যায়। বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ ভাঙচুরের পর আগুন দিয়েছে এলাকাবাসী। গতকাল দুপুরে মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর এলাকার রিসোর্টটিতে কয়েকশ মানুষ হামলা চালায়।

মিঠামইন থানার ওসি শফিউল আলম বলেন, রিসোর্টে আগুন ও ভাঙচুরের কথা শুনেছি। তবে এখন পরিস্থিতি শান্ত। হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দুটি বাড়ি। বৃহস্পতিবার রাতে পৌরসভার লক্ষ্মীদিয়া বড়পোল এলাকার এবং ব্রিকফিল্ড বাজারের পাশের বাড়ি দুটিতে আগুন দেওয়া হয়। এতে দুটি বাড়ির অধিকাংশ পুড়ে গেছে।

এর আগে রাত ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ি ভাঙচুর করতে গেলে মোহাম্মদ আলীর সমর্থকরা ধাওয়া দেন। ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে হাতবোমার বিস্ফোরণ হয়। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। রাত ২টার পর মোহাম্মদ আলীর সমর্থকরা চলে গেলে আগুন দেওয়া হয় তাঁর বাসায়।

একই সময়ে আগুন দেওয়া হয় মোহাম্মদ আলীর মালিকানাধীন যাত্রীবাহী ট্রলারে। এতে নলচিরা ঘাটে অবস্থান করা ৪টি ট্রলার ও ৫টি স্পিডবোট পুড়ে ছাই হয়ে গেছে। 

হাতিয়া থানার ওসি একে এম আজমল হুদা বলেন, পরিস্থিতি শান্ত। এ ঘটনায় কোনো আটক নেই।

ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতার শেখ মুজিব টাওয়ারের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শমশেরনগরে সরকারি শেখ মুজিব মেমোরিয়াল কলেজে গিয়ে এ ভাঙচুর চালায়। বারোবাজার সড়কে ধ্বংসাবশেষ এনে দেওয়া হয় আগুন।

সোনাগাজীতে বৃহস্পতিবার রাতে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী ও নিজাম হাজারীর মামাতো ভাই উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের শ্বশুরবাড়ির ডুপ্লেক্স ভবন ও আসবাব। মতিউর ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর মামাতো বোনের স্বামী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়ি সুলাখালিতে রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে ডুপ্লেক্সে ভবন ও দুটি কাছারি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের মালপত্র ছাই হয়েছে। সাড়ে ৮টার দিকে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণের ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ করে জনতা।

এদিকে গাইবান্ধা শহরের ডিবি রোড রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে এক্সক্যাভেটর দিয়ে এ ভাঙচুর করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকায় সিরাজগঞ্জ-৬ আসনের প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান স্বপনের দুটি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃহস্পতিবার রাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। লুট করা হয় মালপত্র।
জামালপুরের সরিষাবাড়ী সাবেক প্রতিমন্ত্রী ডা.

মুরাদ হাসানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দৌলতপুর গ্রামে ছাত্র-জনতা এ হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ৫০-৬০ জন মোটরসাইকেলের বহর নিয়ে মুরাদ হাসানের বাড়িতে আসে। গেটের তালা ভেঙে তিন তলা বাড়িতে ঢোকে। হামলাকারীরা বাড়ির প্রতিটি কক্ষের আসবাব ভাঙচুরসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র, বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

খুলনা নগরীর সাতরাস্তা মোড়ে অবস্থিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাত ৮টায় ভাঙার কর্মসূচি দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আগেই দুটি ম্যুরাল ভেঙে দিয়েছে বিএমএ।

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক সাংবাদিকের রেস্টুরেন্টে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে পুরান বাউশিয়ায় বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের ‘কাহুদি রেস্টুরেন্ট’ এক্সক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন জসিম।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সমকাল ব্যুরো ও জেলা প্রতিনিধিরা) 

উৎস: Samakal

কীওয়ার্ড: আ ক ম ম জ ম ম ল হক আওয় ম ল গ র রহম ন র ছ ত র জনত ব র রহম ন পর স থ ত র সদস য র স মন এল ক র গতক ল অবস থ উৎস ক আওয় ম ভবন র উপজ ল র সড়ক আশপ শ

এছাড়াও পড়ুন:

তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালক

দক্ষিণ ভারতীয় সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ৩৪ বছর বয়সী এই সংগীত পরিচালক দক্ষিণি নির্মাদের প্রথম পছন্দ। পারিশ্রমিকও নিয়ে থাকেন অনেক। তিনি নাকি এ আর রাহমানের চেয়ে বেশি পারিশ্রমিক নেন। অনিরুদ্ধের সুরের জাদুতে আজ মুগ্ধ তরুণেরা। রজনীকান্ত, বিজয়, কমল হাসানসহ আলোচিত অভিনেতার একাধিক তামিল সিনেমাতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনিরুদ্ধ। এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালকও তিনি। 

হিন্দু টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যালবামপ্রতি অনিরুদ্ধ এখন ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন।যেখানে এ আর রহমান ৭ কোটি রুপি নিয়ে থাকেন। এরই মধ্যে অনিরুদ্ধ বলিউডেরও কাজ করে ফেলেছেন। তা–ও আবার শাহরুখ খানের সঙ্গে। ‘বাদশাহ’র ‘জওয়ান’-এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন অনিরুদ্ধ।

জানা গেছে, জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবরা’ সিনেমাতে অনিরুদ্ধের গান রয়েছে। তার সুর করা গানগুলো বেশির ভাগই সুপারহিট। 

আরো পড়ুন:

‘চিচিং ফাঁক’ এ প্রিয়াঙ্কা সরকার

ঘরে বসেই দেখা যাবে ‘ প্রিয় মালতী’

শ্রীকান্ত ওদেলা এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অনিরুদ্ধের আবহ সংগীত অ্যাকশন দৃশ্যে তীব্রতা যোগ করেছে। না হলে এই মুহূর্তগুলো এতটা জমত না।’

২০১২ সালে ‘৩’ সিনেমার ‘হোয়াই দিজ কোলাবেরি ডি’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ। এরপর থেকেই তার ক্যারিয়ারের গ্রাফ শুধুই এগিয়ে গিয়েছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ