ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আজ শুরু। রাতে লা লিগায় মাদ্রিদ ডার্বি।গল টেস্ট-৩য় দিন????

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
সকাল ১০-৩০ মি. সনি স্পোর্টস টেন ৫

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ????

পাকিস্তান-নিউজিল্যান্ড
বিকেল ৩টা টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

এফএ কাপ ⚽

লেটন ওরিয়েন্ট-ম্যান সিটি
সন্ধ্যা ৬-১৫ মি. সনি স্পোর্টস টেন ২

বার্মিংহাম-নিউক্যাসল
রাত ১১-৪৫ মি.

সনি স্পোর্টস টেন ২

ব্রাইটন-চেলসি
রাত ২টা সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা ⚽

বরুসিয়া ডর্টমুন্ড-স্টুটগার্ট
রাত ৮-৩০ মি. সনি স্পোর্টস টেন ২

এসএ২০ ফাইনাল????

এমআই কেপটাউন-সানরাইজার্স ইস্টার্ন কেপ
রাত ৯-৩০ মি. স্টার স্পোর্টস ২

সৌদি প্রো লিগ ⚽

দামাক-আল হিলাল
রাত ১১টা সনি স্পোর্টস টেন ৫

লা লিগা ⚽

রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
রাত ২টা জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প র টস ট ন

এছাড়াও পড়ুন:

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও এক প্রতিষ্ঠানকে চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।

একুশে পদক ২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা; মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান—শিক্ষা; মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান—গবেষণা।

এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

এএ

সম্পর্কিত নিবন্ধ

  • হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিন: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
  • মৌলভীবাজারে মণিপুরিদের নিংতম কাং টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • জাকসু নির্বাচন হতে পারে ২১ মের মধ্যে, তফসিল ঘোষণা এপ্রিলের শেষ সপ্তাহে
  • ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ২ লাখ ৪৭ হাজার, ২ দিন ছুটি
  • বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
  • ৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন
  • ৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’
  • আজ টিভিতে যা দেখবেন (৭ ফেব্রুয়ারি ২০২৫)
  • একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল