শিশু-কিশোরদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার শিশুচত্বর। গতকাল শুক্রবার ছিল বইমেলার প্রথম শিশুপ্রহর। একই সঙ্গে বাংলা একাডেমির শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাও শুরু হয়েছে এদিন।

সকাল সাড়ে আটটায় একাডেমি প্রাঙ্গণে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড.

আবদুস সাত্তার। এরপর সকাল ১০টায় শুরু হয় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতা পর্ব শেষে বেলা ১১টা থেকে শুরু হয় শিশুপ্রহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আজ শিশুপ্রহর থাকবে না। আজ মেলা শুরু হবে বেলা দুইটায়। সকাল সাড়ে নয়টায় থাকবে সংগীত প্রতিযোগিতা।

শিশু-কিশোরদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার শিশুচত্বর

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ শ প রহর এক ড ম

এছাড়াও পড়ুন:

আজ সারাদেশে সোমবার কর্মসূচি পালন করবে ছাত্রদল

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল।

গত রোববার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ